‘আগামী নির্বাচন আরেকটি লড়াই, তাতে আমরা জয়লাভ করবো’

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আগামী নির্বাচন আরেকটি লড়াই। তাতে আমরা জয়লাভ করবো।
আজ বুধবার দুপুরে যশোরের শামস-উল হুদা স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এর আগে তিনি আগামীকাল যশোরে অনুষ্ঠেয় জনসভার প্রস্তুতির তথ্য তুলে ধরেন। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভায় বক্তব্য রাখবেন।
নানক বলেন, আন্দোলনের নামে যারা গাড়ি পুড়িয়েছে, গাড়ির ভেতরে মানুষ পুড়িয়ে মেরেছে, যারা এ দেশকে জঙ্গিবাদের অভয়ারণ্যে পরিণত করেছিল, যারা এ দেশে উন্নয়নের একটি দৃষ্টান্ত দিতে পারবে না—তাদের সঙ্গে প্রতিযোগিতা বা তুলনা করার কোনো সুযোগ আমাদের নেই। আমরা মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল। বঙ্গবন্ধুর হাতে গড়া দল বাংলাদেশ আওয়ামী লীগ নিজের মহিমায় মহিমান্বিত।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবে। ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর থেকে সব ষড়যন্ত্র ছিন্নভিন্ন করে আমাদের লড়াইকে সফল পরিণতির দিকে এনেছি। আমরা মনে করি, আগামী নির্বাচন আমাদের কাছে আরেকটি লড়াই। সেই লড়াইয়ে আমরা জয়লাভ করবো।
Comments