‘স্বাধীন বিচার ব্যবস্থা থাকলে বিএনপি নেতারা নির্দোষ প্রমাণিত হতো’

দেশে স্বাধীন বিচার ব্যবস্থা থাকলে বিএনপি নেতারা নির্দোষ প্রমাণিত হতো বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
মোশাররফ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। ছবি: সংগৃহীত

দেশে স্বাধীন বিচার ব্যবস্থা থাকলে বিএনপি নেতারা নির্দোষ প্রমাণিত হতো বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

আগামীকাল কুমিল্লায় অনুষ্ঠেয় বিএনপি বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে আজ শুক্রবার সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মোশাররফ বলেন, 'প্রধানমন্ত্রী বলেছেন বিএনপি নেতারা আসামি, সাজাপ্রাপ্ত, তাদের কেন ক্ষমতা দেবেন? আমি বলতে চাই, বিএনপি নেতারা সাজাপ্রাপ্ত নয়, অন্যায়ভাবে গায়ের জোরে সরকার নিম্ন আদালতকে নির্দেশ দিয়ে এ সাজা দিয়েছে। এই সাজা এ দেশের মানুষ মানেনি। অতএব আমরা এটা মানি না। খালেদা জিয়া, তারেক রহমান সাজাপ্রাপ্ত এ দেশের মানুষ সেটা বিবেচনা করে না। তাই দেশের মানুষ প্রস্তুত হয়েছে আগামী দিনে পরিবর্তন আনার জন্য। পরিবর্তন আনতে হলে সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিকল্প হিসেবে বেছে নেবে এটাই স্বাভাবিক।'

আওয়ামী লীগ গত ১৪ বছরে গণতন্ত্রকে হত্যা করেছে উল্লেখ করে তিনি বলেন, 'গুম, খুন, মামলা, মানবাধিকার লঙ্ঘন করেছে। এটা আন্তর্জাতিকভাবে এটা স্বীকৃত। আমেরিকা আমাদের র‌্যাবের মতো একটি প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দিয়েছে। পুলিশ ও সেনাপ্রধানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে মানবাধিকার লঙ্ঘনের জন্য। তাদের যে অপকর্ম, লুটপাট; ব্যাংক খালি করে বিদেশে পাচার করেছে। ডলারের অভাব। ব্যবসায়ীরা এলসি (ঋণপত্র) খুলতে পারছে না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং; প্রধানমন্ত্রী বলেছিলেন, লোডশেডিং মিউজিয়ামের পাঠানো হয়েছে, সেই লোডশেডিং জনগণকে বিপর্যস্ত করে ফেলছে।'

'জনগণ আজ ঐক্যবদ্ধ এই সরকারকে হটিয়ে দেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য। আগামীকাল কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ। আমরা শুধু আয়োজকমাত্র, দাবিগুলো জনগণের। গণসমাবেশ জনগণের,' বলেন মোশাররফ।

তিনি বলেন, 'টাউনহলে অনেক শর্তে আমাদের সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। বলা হয়েছে, সন্ত্রাসী কর্মকাণ্ড করা যাবে না। আমরা করছি সমাবেশ, কেন সন্ত্রাসী কর্মকাণ্ড করবো! প্রশাসনকে ধন্যবাদ জানাই, এখন পর্যন্ত তারা বড় ধরনের বাধা দেয়নি।'

প্রশাসনের উদ্দেশে মোশাররফ বলেন, 'আপনারাও বুঝতে পারছেন আজকে যারা সরকারে আছে তারা সব ক্ষেত্রে ব্যর্থ এবং তাদের বিদায়ের ঘণ্টা বেজে গেছে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে। আমি আহ্বান জানাবো, শেষ সময়ে এই বাতিল সরকারের পক্ষ গ্রহণ না করে আপনারা জনগণের পক্ষ গ্রহণ করবেন। আমরা বিএনপির পক্ষ গ্রহণ করতে বলছি না। জনগণের পক্ষে থাকুন, জনগণের জয় হবে।'

Comments