মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আ. লীগ নেতাদের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। 
মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ। ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। 

সোমবার রাতে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদের বাসায় এ বৈঠক হয়।

শাম্মী আহমেদ ছাড়াও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা ম্যাথিউ বে বৈঠকে উপস্থিত ছিলেন।

দলীয় সূত্র জানায়, বৈঠকে পিটার হাসের সঙ্গে দুই দেশের সম্পর্ক উন্নয়ন ও ব্যবসা বাণিজ্য প্রসারসহ বিভিন্ন বিষয়ে আলাপ করেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। বৈঠকের পর তারা একসঙ্গে রাতের খাবার খান।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে মাহবুব উল আলম হানিফ দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমাদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদের বাসায় ডিনারের দাওয়াত ছিল এটি। একটা সোশ্যাল দাওয়াতের মতো ছিল।'

Comments