বিএনপির জরুরি সংবাদ সম্মেলন দুপুর ২টায়

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্টার ফাইল ছবি

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রোববার দুপুর ২টায় সংবাদ সম্মেলন শুরু হবে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

সূত্র জানিয়েছে, সংবাদ সম্মেলনে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের গ্রেপ্তার, পুলিশের সাঁড়াশি অভিযান এবং ১০ ডিসেম্বরের গণসমাবেশ নিয়ে কথা বলবেন মির্জা ফখরুল।

গত ১ ডিসেম্বর বিএনপির পক্ষ থেকে রাজনৈতিক নিপীড়নমূলক বেআইনি, মিথ্যা ও গায়েবি মামলা বন্ধ চেয়ে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) চিঠি দেওয়া হয়।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, কিছু দিন হলো একই ধরনের মামলা হচ্ছে যার কোনোটার বাদী আওয়ামী লীগ বা এর অঙ্গ সংগঠনের কোনো নেতা, আবার কোনোটার বাদী পুলিশ। এজাহারের বর্ণনা একই রকম। আওয়ামী লীগ নেতাদের পাশাপাশি পুলিশের এক অংশ অতি উৎসাহিত হয়ে মামলা দায়ের করছে।

Comments

The Daily Star  | English

Eliminate gender disparities in laws

The Women’s Affairs Reforms Commission has proposed a series of comprehensive reforms to eliminate all forms of discrimination against women embedded in the country’s laws, constitution, policies, and institutions.

6h ago