ফাঁকা বন্দরনগরী, বন্ধ দোকানপাট
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা উপলক্ষে বন্দরনগরীর বেশিরভাগ এলাকার দোকানপাট বন্ধ দেখা গেছে। পাশাপাশি গণপরিবহন শূন্য হয়ে পড়েছে নগরী।
সরেজমিনে নগরীর অক্সিজেন, মুরাদপুর, ষোলশহর, জিইসি, কাজির দেউড়িসহ বিভিন্ন এলাকা ঘুরে বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ দেখা গেছে। তবে ওষুধসহ কিছু জরুরি প্রয়োজনীয় দোকান খোলা দেখা গেছে।
জিইসি মোড়ের সেন্ট্রাল ফার্মেসির মালিক এহসান উল্লাহ বলেন, 'দোকান বন্ধের কোনো নির্দেশনা ছিল না। তবে মার্কেটে অনেকে দোকান খুলেনি।'
ব্যবসায়ীরা জানিয়েছেন, যেকোনো পরিস্থিতি এড়াতে তারা দোকান বন্ধ রেখেছেন।
কাজির দেউড়ি এলাকার ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, 'মারামারি বা সংঘর্ষ হলে আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি, তাই দোকান বন্ধ রেখেছি।'
নগরীর টেক্সটাইল মোড়ে গণপরিবহনের জন্য অপেক্ষা করছিলেন ব্যবসায়ী আবদুর রহমান। তিনি বলেন, চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়া কথা ছিল। কিন্তু এখানে এসে দেখি গাড়ি নেই। হয়তো আজকে আর হাসপাতালে যাওয়া হবে না।
বেসরকারি প্রতিষ্ঠানের কর্মরত সুরুত মিয়া বলেন, 'মুরাদপুর থেকে কাজির দেউড়ি প্রায় ৪ কিলোমিটার হেঁটে এসেছি। পথে কোনো গাড়ি নেই।
আজ রোববার দুপুর ৩টায় নগরের পলোগ্রাউন্ডে জনসভায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Comments