নোয়াখালী জেলা আ. লীগের সম্মেলন শুরু

সম্মেলনের উদ্বোধন করেন ওবায়দুল কাদের। ছবি: স্টার

নোয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আজ সোমবার দুপুরে জেলার শহীদ ভুলু স্টেডিয়ামে শুরু হয়েছে।  

সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ সকাল ১০টায় সম্মেলন শুরু হওয়ার কথা থাকলেও প্রধান অতিথি ওবায়দুল কাদের সম্মেলন স্থলে উপস্থিত হন সাড়ে ১১ টার দিকে। এরপর ১১টা ৪০ মিনিটে তিনি বিশেষ অতিথিদের নিয়ে সভামঞ্চে উঠেন। 

তবে দুপুর ১২টার দিকে সম্মেলনের উদ্বোধক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি উপস্থিত না হওয়ায় ওবায়দুল কাদের সম্মেলনের উদ্বোধন করেন।

নোয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আজ দুপুরে শুরু হয়েছে। ছবি: স্টার

উদ্বোধনী বক্তব্যে তিনি উপস্থিত নেতা-কর্মীদের স্লোগানের জবাবে বলেন, 'স্লোগান যদি দিতে হয়, তাহলে বঙ্গবন্ধু ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দিন।' 

তিনি বলেন, 'অনেক অত্যাচার-নির্যাতনের মধ্য দিয়ে বেড়ে উঠেছি। আজকের সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদের বিরুদ্ধ লড়াই করে উন্নয়নের সড়ক বেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সামনের দিকে এগিয়ে চলছে।'

সম্মেলনে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ এএইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম। 

Comments

The Daily Star  | English

The life cycles of household brands

For many, these products are inseparable from personal memory

14h ago