
ছাত্রলীগের নেতা-কর্মীদের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, 'ছাত্রলীগের নেতা-কর্মীরা আমার ব্যক্তিগত ফোনে মেসেজ করে পরিচয় দেয় যে, তারা ওমুক ভাইকে মেইনটেইন করে। এটা কেমন কথা?'
আজ মঙ্গলবার বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম সম্মেলনে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, 'ছাত্রলীগের নেতা-কর্মীরা আমার ব্যক্তিগত ফোনে মেসেজ করে পরিচয় দেয় যে, তারা ওমুক ভাইকে মেইনটেইন করে। এটা কেমন কথা? কিসের মেইনটেইন? মেইনটেইন করবেন তো বঙ্গবন্ধুর আদর্শ এবং শেখ হাসিনার সততা ও সাহসকে। মেইনটেইন করবেন সজীব ওয়াজেদ জয়ের ডিজিটাল বাংলাদেশকে। ঠিক আছে….? প্লিজ আমি অনুরোধ করছি, ছাত্রলীগকে সম্পন্ন সুনামের ধারায় ফিরিয়ে আনতে হবে।'
আজকের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Comments