সমাবেশের স্থান নিয়ে পুলিশের সিদ্ধান্তের অপেক্ষায় বিএনপি

ঢাকায় সমাবেশ করতে রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে অনুমোদন না পেলে বিকল্প হিসেবে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠ চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ বিষয়ে পুলিশের সিদ্ধান্তের অপেক্ষায় আছে দলটি।
আজ বুধবার বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি টেলিফোনে দ্য ডেইলি স্টারকে এ কথা জানান।
সমাবেশস্থলের বিষয়ে পুলিশের সঙ্গে আলোচনায় বিএনপির দায়িত্বপ্রাপ্ত এই নেতা বলেন, 'আজ দুপুর ২টায় পুলিশের সঙ্গে বৈঠকে বসেছিলাম। আমাদের অবস্থানের কথা আগেও যেভাবে বলেছি, আজও একইভাবে বলেছি। আমরা নয়াপল্টনে সমাবেশ করতে চাই। সেটা না হলে বিকল্প হিসেবে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে সমাবেশ করতে চাই। পুলিশের পক্ষ থেকে কিছুক্ষণের মধ্যে সিদ্ধান্ত জানাবে বলেছে, আমরা অপেক্ষায় আছি।'
বিএনপির সঙ্গে তাদের সমাবেশস্থলের অনুমোদনের বিষয়ে আলোচনা করছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মতিঝিল)।
এ্যানি বলেন, 'আমরা আশাবাদী যে তারা নয়াপল্টনেই আমাদের সমাবেশ করার অনুমতি দেবেন।'
এর আগে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রাজধানীর একটি বেসরকারি ব্যাংকের শাখা উদ্বোধন শেষে সাংবাদিকদের বলেন, 'সরকার আইন প্রতিষ্ঠিত করতে, আইন সমুন্নত রাখতে যা প্রয়োজন, তাই করবে। আমাদের কথা হচ্ছে দেশের আইন-শৃঙ্খলা রক্ষা করতে হবে, জানমাল রক্ষা করতে হবে।'
তিনি আরও বলেন, 'যদি কেউ ধ্বংস করতে চায়, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়, তাহলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবে।'
Comments