রাস্তা বন্ধ করে আর সমাবেশ করতে দেওয়া হবে না: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত

বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাস্তা বন্ধ করে আর সমাবেশ করতে দেওয়া হবে না।

আজ বৃহস্পতিবার দুপুরে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, সব সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রদের সঙ্গে যৌথ সভায় তিনি এ কথা বলেন।

কাদের বলেন, বিএনপি তাদের মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘাতের উসকানি দিচ্ছে। সাম্প্রদায়িক শক্তি, জঙ্গিবাদী শক্তি, জঙ্গিদের মাঠে নামিয়েছে। বিএনপির লাশ ফেলার যে দুরভিসন্ধি সেটা গতকাল তারা কার্যকর করেছে।

বিএনপিকে উদ্দেশে তিনি বলেন, 'রাস্তা বন্ধ করে জনগণকে কষ্ট দিয়ে সমাবেশ আর করতে দেওয়া হবে না। আমরাও করবো না, মহানগর (ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ) আওয়ামী লীগের প্রোগ্রাম আগামীকাল বায়তুল মুকাররমে হওয়ার কথা ছিল, আমরা নাট্যমঞ্চ প্রাঙ্গণে সমাবেশ করার নির্দেশ দিয়েছি।'

তিনি আরও বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা বাংলাদেশের সব ওয়ার্ড, পাড়া-মহল্লা, ইউনিয়ন, থানা, উপজেলায় আজ থেকে সতর্ক পাহারায় থাকবে। আক্রমণ আমরা করবো না কিন্তু আক্রমণের উসকানি দিলে সমুচিত জবাব দেওয়া হবে।

গণমাধ্যমের সমালোচনা করে কাদের বলেন, 'অনেকে নিরপেক্ষতার কথা বলেন কিন্তু পুলিশ আহত হয়ে রাস্তায় পড়ে আছে এ নিউজ কেউ দিলেন না। কিছু দিন আগে বিআরটিসির বাস পুড়িয়ে দিয়েছে, এ নিউজ কোন মিডিয়া দিয়েছে? কোনো মিডিয়া দেয়নি। এ দুর্ব্যবহার কেন করা হচ্ছে? মিডিয়ার একটি অংশ কেন পক্ষপাতিত্ব করছে? আমরা মিডিয়ার কাছে আশা করি, তারা যা দেখবে তাই লিখবে।'

বিদেশি কূটনৈতিকদের সমালোচনা করে তিনি বলেন, 'বিদেশিরা আমাদের বন্ধু, তারা উদ্বেগ প্রকাশ করছে একতরফাভাবে। এটা উচিত নয়, কূটনৈতিক সৌজন্যতা নয়, পৃথিবীর সব দেশের গণতন্ত্রের চেহারা আমরা দেখেছি। আমরা আপনাদের বন্ধু হয়ে থাকতে চাই, আমাদের সঙ্গে শত্রুতা করবেন না।'

দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, অকারণে নিজেদের আক্রমণকারী বানাবেন না। আমরা সরকারি দল, মাথা ঠান্ডা রাখতে চাই। হুট করে উত্তেজিত হওয়া যাবে না। আমরা ঠান্ডা মাথায় শান্ত হয়ে পরিস্থিতি মোকাবিলা করতে চাই। আমাদের কোনো দুর্নাম যেন না হয়।

Comments

The Daily Star  | English

One third of RMG factories yet to implement new wage: study

In spite of a government directive given in December 2023 for increasing minimum wages in the readymade garment (RMG) sector, nearly one third of factories have failed to implement a revised pay scale, according to a new study.

1h ago