বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় বসছে সিসি ক্যামেরা
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় সিসি ক্যামেরা বসাচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
আজ বৃহস্পতিবার দুপুরে সেখানে সিসি ক্যামেরা বসাতে দেখা গেছে।
পুলিশ সদস্যরা দ্য ডেইলি স্টারকে জানান, গতকাল বুধবার পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর নিরাপত্তা জোরদার করতে সিসি ক্যামেরা বসানো হচ্ছে।
ডিএমপির যুগ্ন কমিশনার বিপ্লব কুমার সরকার সাংবাদিকদের বলেন, 'জনগণের নিরাপত্তার স্বার্থে যা যা করণীয় ঢাকা মহানগর পুলিশ তাই করবে।'
গতকাল বুধবার বিকেল ৩টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির প্রধান কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়।
আগামী ১০ ডিসেম্বরের সমাবেশকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীরা সেখানে জড়ো হচ্ছিলেন।
দলের নেতাকর্মীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে আজ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করার কথা জানায় বিএনপি। তবে বিক্ষোভের সময় ও স্থান সম্পর্কে দলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
Comments