ছদ্মবেশে জামায়াত-শিবির ঝামেলা করার চেষ্টা করছে: পুলিশ

ছদ্মবেশে জামায়াত-শিবির ঝামেলা করার চেষ্টা করছে বলে উল্লেখ করে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, 'পুলিশ সতর্ক রয়েছে। তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।'
আজ শুক্রবার দুপুরে নয়াপল্টনে নিরাপত্তা তদারকি করতে এসে তিনি এ কথা বলেন।
এর আগে পুলিশ জুমার নামাজ পড়তে যাওয়া লোকজনকে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেন অনেকে। এই প্রসঙ্গে জানতে চাইলে বিপ্লব কুমার সরকার বলেন, 'জুমার নামাজ পড়তে যেতে কাউকেই বাধা দেওয়া হচ্ছে না। বরং পুলিশ তাদের সহায়তা করছে। এখানে "নারায়ে তাকবির" স্লোগান দিয়ে ৪০ থেকে ৫০ জন ঢোকার চেষ্টা করেছিল। এই স্লোগান কারা দেয়, সেটা আপনাদের বুঝতে হবে। এটা দেয় বাংলাদেশের একটি নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন জামায়াতে ইসলাম। "নারায়ে তাকবির" স্লোগান দিয়ে পুলিশের সঙ্গে ঝামেলা করার চেষ্টা করেছে। আমরা তাদের ছত্রভঙ্গ করে দিয়েছি। "নারায়ে তাকবির" তো বিএনপির স্লোগান নয়, এটা জামায়াতের স্লোগান।'
বৃহস্পতিবার রাতে পুলিশ বলেছিল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় খুলে দেওয়া হবে। শুক্রবার সকাল থেকেই আবার তাহলে এত কড়াকড়ি কেন? জানতে চাইলে বিপ্লব সরকার বলেন, 'জনগণের জানমালের নিরাপত্তার কথা বিবেচনা করে বিভিন্ন সময় বিভিন্ন রকমের নিরাপত্তা পরিকল্পনার প্রণয়ন করা হয়। টাইম টু টাইম এটা চেঞ্জ হয়। যখন আমরা নিরাপদ মনে করি, তখন আমরা খুলে দিই। আর যখন জনসাধারণের জীবনযাত্রাকে ব্যাহত করতে পারে, এরকম ন্যূনতম ঝুঁকি দেখা যায়, তখন আমরা নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করি।'
'এই যে জামায়াতে ইসলামী এখানে ছিল... ছদ্মবেশে জামায়াত বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে ঝগড়া করার চেষ্টা করছে। পুলিশের পক্ষ থেকে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোনো অপরাধী, দুষ্কৃতিকারী, নাশকতাকারী বা জামায়াত-শিবিরকে বিন্দুমাত্র ছাড় দেওয়ার সুযোগ নেই', বলেন তিনি।
Comments