‘বিএনপি এমপিদের পদত্যাগের ঘোষণা আসতে পারে সমাবেশ থেকে’

বিএনপির সংসদ সদস্যরা (এমপি) দুয়েকদিনের মধ্যে পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছে দলীয় সূত্র।
বিএনপির এমপিদের পদত্যাগ

বিএনপির সংসদ সদস্যরা (এমপি) দুয়েকদিনের মধ্যে পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছে দলীয় সূত্র।

আজ শনিবার সূত্র এ তথ্য জানায়।

সূত্রের তথ্য অনুযায়ী, বিএনপির আজকের সমাবেশ থেকে সেই ঘোষণা আসতে পারে।

বগুড়া-৬ আসনের এমপি ও বিএনপি নেতা গোলাম মোহাম্মদ সিরাজ দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজকের সমাবেশ থেকেই আমরা পদত্যাগের ঘোষণা দেবো।'

বিএনপির এমপিদের পদত্যাগ
রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় গণসামাবেশে নেতাকর্মীরা। ছবি: রাশেদ সুমন/স্টার

বিএনপির সূত্র আরও জানিয়েছে, দলের পক্ষ থেকে ইতোমধ্যে এমপিদের পদত্যাগ করতে বলা হয়েছে।

সংসদে বিএনপির ৭ জন এমপি রয়েছেন, যাদের মধ্যে ১ জন সংরক্ষিত নারী আসনের এমপি।

এর আগে, গত ৩০ অক্টোবর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বিএনপির এমপিরা সংসদ থেকে পদত্যাগ করতে প্রস্তুত রয়েছে।

Comments