আগামী সরকার পরিচালনায় আওয়ামী লীগ প্রস্তুত: ওবায়দুল কাদের

সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনের প্রস্তুতি পরিদর্শনে আওয়ামী লীগের অন্যান্য নেতাদের সঙ্গে ওবায়দুল কাদের। ছবি: আশিক আব্দুল্লাহ অপু/স্টার

আগামী সরকার পরিচালনার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ প্রস্তুত বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের জন্য নির্ধারিত রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শনে এসে আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, 'শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে আমরা একটা সুশৃঙ্খল, সুসংগঠিত, ঐক্যবদ্ধ আওয়ামী লীগ গড়ে তুলতে চাই। আগামী নির্বাচনের জন্য আমরা প্রস্তুত। আগামী সরকার পরিচালনার জন্য আমরা প্রস্তুত।'

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে কোনো পরিবর্তন আসবে কি না জানতে চাইলে তিনি বলেন, 'সভাপতি আমাদের অপরিহার্য। আমাদের যিনি সভাপতি আছেন, তিনি আমাদের ঐক্যের প্রতীক। তিনি এখানে অপরিহার্য। কাউন্সিলরদের মধ্যে একজনও খুঁজে পাওয়া যাবে না যে তাকে সমর্থন করবে না। কাজেই এ নিয়ে কোনো প্রশ্ন নেই। সাধারণ সম্পাদক পদে প্রার্থী হতে অনেকেরই ইচ্ছা থাকতে পারে। আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক দল। আমার জানা মতে অন্তত ১০ জন আছেন যারা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ার যোগ্যতা রাখেন।'

'কাজেই কে হবেন সাধারণ সম্পাদক তা নেত্রীর ইচ্ছা এবং কাউন্সিলরদের মতামতের ওপর নির্ভর করছে। সবকিছুর প্রতিফলন হবে দ্বিতীয় অধিবেশনে। (কাউন্সিলের দিন) দুপুর ৩টার পর যে অধিবেশন বসবে সেখানে কাউন্সিলরদের মতামত নিয়ে এই সিদ্ধান্ত হবে। কাজেই আমি এই মুহূর্তে কারো নাম বলতে পারছি না', যোগ করেন তিনি।

'আপনি হ্যাট্রিক করছেন কি না' জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, 'শুনেন, এই মুহূর্তে আমি কোনো প্রেডিকশনে যেতে চাই না। এই সময়ে আমি এটা করতে পারি না। তাহলে কাউন্সিলরদের চিন্তাভাবনাকে অবমাননা করা হবে। কাউন্সিলররাই হায়েস্ট ফোরাম, তারাই নেতা নির্বাচনে মূল শক্তি। কাজেই এ নিয়ে আমি এই মুহূর্তে কিছু বলতে চাই না।'

তিনি বলেন, 'এবারের সম্মেলন হচ্ছে এমন সময়ে, যখন একটা চ্যালেঞ্জিং টাইম চলছে। বিশ্বব্যাপী যুদ্ধ, নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় আমরা যে সংকটে আছি, এই সংকটকে সম্ভাবনায় রূপ দিতে এই সম্মেলনে স্মরণকালের সর্ববৃহৎ এবং সুশৃঙ্খল ও সুসংগঠিত উপস্থিতির মাধ্যমে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি। আমাদের মূল লক্ষ্যই উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ।'

এবারের কমিটিতে নতুন মুখ থাকার প্রসঙ্গে তিনি বলেন, 'আমরা আগেই বলে দিয়েছি, এবারের সম্মেলনে যে কমিটি হবে, এখানে তেমন একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম। আমরা পরবর্তী সম্মেলন (জাতীয়) নির্বাচনের পর আগামও করতে পারি। সেরকম চিন্তাও আছে। তখন একটা মেজর রিশাফল হয়তো হবে। কিন্তু আপাতত আমরা বড় ধরনের কোনো পরিবর্তনের ব্যাপারে ভাবছি না। তবে কাউন্সিলরদের অভিমতের সবকিছু নির্ভর করবে।'

সম্মেলনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, 'অনেকে ঢাকা আসতে শুরু করেছেন। স্মরণকালের ঐতিহাসিক একটা সম্মেলন হবে। উপস্থিতি বেশি হবে। সারা দেশে একটা জাগরণের ঢেউ আছে।'

বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, 'হ্যাঁ, দাওয়াত আমরা সকলকেই দেবো। যারা নিবন্ধিত দল, তাদেরকে দাওয়াত দেবো।'

Comments

The Daily Star  | English

Can Bangladesh ride out the wave of US tariffs?

Trump's announcement sent businesses scrambling. Orders froze. Buyers demanded discounts. Stock markets plummeted.

11h ago