রুলিং পার্টিতে কিছু সমস্যা থাকে: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত

রুলিং পার্টিতে কিছু সমস্যা থাকে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, 'যারা আপিল করেছেন, ক্ষমা চেয়েছেন, সম্মেলনকে সামনে রেখে নেত্রী তাদের ক্ষমা করেছেন এবং অন্যান্য যারা আবেদন করবেন, সরাসরি এসে, সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করে নেত্রী পদক্ষেপ নেবেন।'

দলের ২২তম জাতীয় সম্মেলন উপলক্ষে আজ শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, 'আমরা দাবি করবো, এ দেশে অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা করে একমাত্র শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ।'

এ সময় সম্মেলনের কর্মসূচি ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, 'আওয়ামী লীগ গত ১৪ বছর ধরে ক্ষমতায়। রুলিং পার্টিতে কিছু সমস্যা থাকে। আজ কেউ এমপি আছেন, তিনি আবারও থাকতে চাইবেন। আবার নতুন কারো আকাঙ্ক্ষা থাকতে পারে। এই ২ আকাঙ্ক্ষার মধ্যে সংঘর্ষ অনেক সময় হয়ে যায়। সেটাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে একটা প্রতিক্রিয়া অনেক সময় থাকে। এই বিষয়গুলো পৃথিবীর সব দেশেই আছে, আমাদের এখানেও আছে। কিছু কিছু জায়গায় সমাল দিতে খুব কষ্ট হয়। এমনকি নেত্রীরও হস্তক্ষেপ করতে হয়েছে। বড় দলে ছোটখাটো কিছু সমস্যা তো থাকবেই! আমাদের যারা আপিল করেছেন, ক্ষমা চেয়েছেন, সম্মেলনকে সামনে রেখে নেত্রী তাদের ক্ষমা করেছেন এবং অন্যান্য যারা আবেদন করবেন, সরাসরি এসে, সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করে নেত্রী পদক্ষেপ নেবেন।'

এক প্রশ্নের জবাবে কাদের বলেন, '২৪ ডিসেম্বর রাষ্ট্র কাঠামো মেরামত শুরু করবে বলে তারা কর্মসূচি দিয়েছিল। তাদের শুভ বুদ্ধির উদয় হয়েছে, তারা সেটা ৩০ ডিসেম্বর পুনঃনির্ধারণ করেছে এবং তাদের ধন্যবাদ জানাই। তবে কর্মসূচি থেকে তারা সরে গেছে এটা মনে করার কোনো কারণ নেই।'

'এ দেশে নির্বাচন হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে হটানো...নির্বাচনের মাধ্যমে...সেটা তাদের কাছে শঙ্কার কারণ এবং নির্বাচনে তারা কর্মসূচি দিয়ে ফেল করেছে, আগামী দিনেও তারা ফেল করবে। কারণ তাদের নেতাকর্মী নিয়ে তারা করতে পারেনি। সমাবেশ করতে পারে যারা বহুদিন ধরে কাজে ছিল না কিন্তু জনগণের উপস্থিতি বাস্তবে হয়নি। আর যে আন্দোলনে জনগণ নেই সে আন্দোলন কোনো দিনও সফল হবে না। যে দল আন্দোলনে ব্যর্থ হবে সে দল নির্বাচনেরও ব্যর্থ হবে,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English
Clash between Chittagong University students and locals

Clash between CU students, locals: Section 144 imposed in Hathazari

Section 144 will remain in effect from 3:00pm today until 3:00pm tomorrow

1h ago