বেশি লাফালাফি করলে বিএনপিকে ছাড় দেওয়া হবে না: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের। স্টার ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি গণমিছিলের নামে সারাদেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে অগ্নিসন্ত্রাস এবং ভাঙচুরের মতো সহিংস উপাদান যুক্ত করার ষড়যন্ত্র কর‌ছে।

আজ মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাদের নিয়ে এক বর্ধিত সভা শেষে এ কথা বলেন তিনি।

বিএনপির প্রতি সরকা‌রের কঠোর মনোভাবের কথা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, 'আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারতায় বিএনপিকে অনেক ছাড় দেওয়া হয়েছে। বেশি লাফালাফি করলে দলটিকে আর কোনো ছাড় দেওয়া হবে না।'

তিনি বলেন, 'বিএনপির ১০ ডিসেম্বরের ঢাকায় মহাসমাবেশের ষড়যন্ত্র সফল হয়নি। সেটি কর্পূরের মতো উবে গেছে। এখন তারা গণ‌মি‌ছি‌লের নামে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে।'

সেতুমন্ত্রী বলেন, 'বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা সতর্ক পাহারায় ছি‌ল। সেদিন ঢাকা মহানগরের রাজপথ কার্যত আওয়ামী লীগের দখলে ছিল। এর মাধ্যমে তারা সেদিন বিএনপি নেতৃত্বাধীন অপশক্তিকে রুখে দিয়েছিল।'

বিএনপির যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় ১০ ডিসেম্বরের মতো ৩০ ডিসেম্বরও রাজপথে নেতাকর্মীদের অবস্থান নি‌য়ে সতর্ক পাহারায় থাকার নির্দেশ দেন ওবায়দুল কা‌দের।

আওয়ামী লীগ সংঘাত চায় না জানিয়ে তিনি বলেন, 'আমরা আক্রমণ করব না। তবে আঘাত এলে পাল্টা আঘাত হবে কি না, তা উদ্ভূত পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া হবে।'

এসময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, কামরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক এবং দপ্তর সম্পদ বিপ্লব বড়ুয়াসহ অনেকেই উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English
US tariffs impact on Bangladesh economy

Can Bangladesh ride out the wave of US tariffs?

Trump's announcement sent businesses scrambling. Orders froze. Buyers demanded discounts. Stock markets plummeted.

12h ago