আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির নেতৃত্বে যমুনার সামনে অবস্থান

ছবি: আনিসুর রহমান/স্টার

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন জাতীয় নাগরিক পার্টি ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে জাতীয় নাগরিক পার্টি, গণতান্ত্রিক ছাত্র সংসদ, জুলাই ঐক্য, ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা অবস্থান নিতে শুরু করেন।

তারা আওয়ামী লীগের বিচার ও দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে স্লোগান দিতে থাকেন।

ছবি: টেলিভিশন থেকে নেওয়া

ভোররাতে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, 'আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমরা এই জায়গা থেকে উঠবো না।'

তিনি বলেন, 'জুলাই আমাদের শপথ। আমাদের ম্যানডেট জনগণের কাছে। আমাদের ম্যানডেট দুই হাজার শহীদ ও ৩০ হাজার আহতের কাছে।'

প্রধান উপদেষ্টার উদ্দেশে তিনি বলেন, 'আপনার এটা বলার কোনো ম্যানডেট নাই, নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না।'

'আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, জুলাইয়ের সব শক্তি আপনারা দেখতে পাচ্ছেন আজকে সারা ঢাকায় নেমে আসছে। ড. মুহাম্মদ ইউনূস, আমরা আপনাকে সম্মান করি। যতক্ষণ না গণহত্যাকারী আওয়ামী লীগকে রাষ্ট্রদ্রোহী, ফ্যাসিস্ট ও সন্ত্রাসী হিসেবে ঘোষণা এবং নিষিদ্ধ না করছেন, ততক্ষণ পর্যন্ত কেউ এখান থেকে উঠবে না,' বলেন হাসনাত।

বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে আসেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন।

তারা স্লোগান দেন, 'এক হও এক হও, আওয়ামী লীগ ব্যান করো।'

Comments

The Daily Star  | English

Suspected robbers attack police camp on the Meghna

Suspected robbers launched an assault on a newly established police camp in Munshiganj’s Gajaria upazila yesterday, sparking a gunfight between them and law enforcers yesterday.

4h ago