বিএনপি নির্বাচন ছাড়াই সরকার পরিবর্তন চায়: স্বাস্থ্যমন্ত্রী

বিএনপির উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, তারা (বিএনপি) এখন নেমেছে শেখ হাসিনাকে কীভাবে সরিয়ে দেওয়া যায়। তারা নির্বাচন ছাড়াই সরকার পরিবর্তন করতে চায়। যা কখনো সম্ভব নয়। সরকার পরিবর্তন করতে চাইলে নির্বাচনে আসতে হবে।
বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ছবি: স্টার

বিএনপির উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, তারা (বিএনপি) এখন নেমেছে শেখ হাসিনাকে কীভাবে সরিয়ে দেওয়া যায়। তারা নির্বাচন ছাড়াই সরকার পরিবর্তন করতে চায়। যা কখনো সম্ভব নয়। সরকার পরিবর্তন করতে চাইলে নির্বাচনে আসতে হবে।

আজ শুক্রবার সন্ধ্যায় প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) মাঠে পৌর আওয়ামী লীগের কর্মী সমাবেশে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'তারা দেশের উন্নয়ন করেনি, বরং উন্নয়ন থামিয়ে দেওয়ার চেষ্টা করছে। তারা বিদেশে গিয়ে বাংলাদেশের বদনাম করে, যাতে বাংলাদেশের পদ্মা সেতু না হয়। তাদের কাছ থেকে শুধু ষড়যন্ত্র, হত্যা, বোমা, বাংলা ভাই আমরা পেয়েছি। তাদের আমলে হাজার হাজার কোটি টাকা বিদ্যুৎ খাত থেকে বিদেশে পাচার হয়েছে।'

পৌর আওয়ামী লীগের সভাপতি আরশেদ আলী বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র-সহ সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম এবং পৌর মেয়র মো. রমজান আলমসহ অন্যরা।

Comments

The Daily Star  | English

Results of DU admission tests of all units published

There was a pass rate of 8.89 percent in A unit [Science] , 10.07 percent in B unit, 13.3 percent in C unit (Business), and 11.75 percent in Cha Unit (Fine Arts)

50m ago