বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুবের অবস্থা সংকটাপন্ন

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসক। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আজ শনিবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান দ্য ডেইলি স্টারকে জানান, খন্দকার মাহবুব হোসেন করোনায় আক্রান্ত হয়েছিলেন। পরবর্তীতে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হন। ফুসফুসে পানি আসায় তাকে হাসপাতালে নেওয়া হয়।
শায়রুল আরও জানান, আজ সকাল থেকে খন্দকার মাহবুব হোসেনের অক্সিজেন লেভেল আরও কমতে শুরু করেছে। চিকিৎসক জানিয়েছেন, তার শারীরিক অবস্থা সংকটাপন্ন।
Comments