বিএনপি নেতারা তাদের কর্মীদের কাছে প্রশ্নবিদ্ধ: তথ্যমন্ত্রী

বিএনপি নেতারা তাদের কর্মীদের কাছে প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
দলটির সাবেক সৈয়দ আশরাফুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে আজ মঙ্গলবার সকালে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, বিএনপি নেতারা তাদের কর্মীদের কাছে প্রশ্নবিদ্ধ। এখন সাধারণ মানুষ তো দূরের কথা, তাদের কর্মীরাও তাদের সঙ্গে নেই।
তিনি আরও বলেন, বিএনপি আসলে তাদের কর্মীদের সান্ত্বনা দেওয়ার জন্য বড় গলায় কথা বলে; খালি কলশি বেশি বাজার মতো। খন্দকার মোশাররফ বা অন্য নেতাদের বক্তব্য ঠিক সে রকমই।
Comments