স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপনির্বাচনের মনোনয়নপত্র জমা দিলেন আব্দুস সাত্তার

আব্দুস সাত্তার ভূঁইয়া। ছবি: সংগৃহীত

একাদশ জাতীয় সংসদের সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করা ৫ বারের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী আব্দুস সাত্তার ভূঁইয়া ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উপনির্বাচনে অংশ নিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আজ বুধবার বিকেলে তার পক্ষে তার ছেলে মাঈনুল হাসান তুষার সরাইল উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র দাখিল শেষ মাঈনুল হাসান তুষার বলেন, 'পদত্যাগ করার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমার বাবা যেহেতু জনগণের কাছে অনেক কমিটমেন্ট করেছেন, তাই বাকি দিনগুলো জনগণের পাশে থেকে কিছু কমিটমেন্ট পূরণের চেষ্টা করবেন।'

মনোনয়ন জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাদেকুর রহমান, সাবেক সহ-সম্পাদক এনামুল হক, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল জব্বারসহ পদবঞ্চিত শতাধিক নেতাকর্মী। তবে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বর্তমান কমিটির কোনো নেতাকর্মীকে সেখানে দেখা যায়নি।

 

Comments

The Daily Star  | English
NID cards of Sheikh Hasina and family locked

NIDs of Hasina, 9 family members 'locked'

The NIDs of the 10 listed individuals were locked through an official letter on April 16

25m ago