হাসপাতালে মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ভর্তি হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: স্টার ফাইল ফটো

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ভর্তি হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'কারাগারে থাকতেই অসুস্থ হয়ে পড়েছিলেন বিএনপি মহাসচিব। জামিনে মুক্ত হওয়ার পরে অসুস্থ বোধ করায় চিকিৎসকের পারমর্শে আজ সকালে তাকে হাসপাতাল ভর্তি করা হয়েছে।'

'তার স্বাস্থ্য পরীক্ষার পরে বিস্তারিত তথ্য জানানো হবে,' বলেন তিনি।

ঢাকায় গত ১০ ডিসেম্বর বিএনপির বিভাগীয় সমাবেশের ৩ দিন আগে নয়া পল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের পর ভোর রাতে উত্তরার বাসা থেকে মির্জা ফখরুল এবং শাহজাহানপুরের বাসা থেকে মির্জা আব্বাসকে আটক করে গোয়েন্দা পুলিশ।

৮ ডিসেম্বর নাশকতার মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর পর থেকে জামিনের প্রক্রিয়া শুরু করেন আইনজীবীরা। ১ মাস ধরে নিম্ন আদালত পেরিয়ে হাই কোর্টে জামিনের আবেদন উঠলে আদালত তাদের ৬ মাসের জন্য জামিনের আদেশ দেন।

এরপর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে পূর্ণাঙ্গ বেঞ্চ হাইকোর্টের দেওয়া ৬ মাসের জামিন আদেশ বহাল রাখেন। এতে ফখরুল ও আব্বাসের কারাগার থেকে ছাড়া পাওয়ার পথ খুলে যায়।

শেষে গত ৯ জানুয়ারি ১ মাস কারাবন্দি থাকার পর জামিনে মুক্ত হন তারা।

Comments