বিক্ষোভ সমাবেশে যোগ দিতে নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীরা

বিএনপি কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীরা অবস্থান নিচ্ছেন বিক্ষোভ সমাবেশে যোগ দিতে। ছবি: সংগৃহীত

বিক্ষোভ সমাবেশে যোগ দিতে বিএনপির নেতাকর্মীরা নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একত্রিত হতে শুরু করেছেন।

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবি বাস্তবায়নে ছোট ছোট মিছিল নিয়ে নয়াপল্টনে যাচ্ছেন দলটির নেতাকর্মীরা।

একযোগে আন্দোলনের অংশ হিসেবে বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কর্মসূচি পালন করছে।

গত ১১ জানুয়ারি গণঅবস্থান কর্মসূচি থেকে আজকের এই বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

সরেজমিনে দেখা যায়, বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দুপুর ১২টা থেকেই নয়াপল্টনে আসতে শুরু করেন।

বিএনপি পার্টি অফিসের সামনে ৩টি পিকআপে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় নয়াপল্টন ও এর আশেপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

Comments

The Daily Star  | English

Govt issues ordinance amending Anti-Terrorism Act

Activities of certain entities, and activities supporting them can now be banned

51m ago