‘তত্ত্বাবধায়ক সরকার মৃত ইস্যু, এ নিয়ে কোনো দলের রাস্তায় নামা ঠিক নয়’

তত্ত্বাবধায়ক সরকার মৃত ইস্যু, এই মৃত ইস্যু নিয়ে কোনো রাজনৈতিক দলের রাস্তায় নামা ঠিক নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী দীপু মনি।
শিক্ষামন্ত্রী দীপু মনি। স্টার ফাইল ছবি

তত্ত্বাবধায়ক সরকার মৃত ইস্যু, এই মৃত ইস্যু নিয়ে কোনো রাজনৈতিক দলের রাস্তায় নামা ঠিক নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী দীপু মনি।

আজ শনিবার দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

দীপুমনি বলেন, 'যেকোনো রাজনৈতিক দলের রাজনৈতিক কর্মসূচি দেওয়ার অধিকার আছে। কিন্তু, যেই ইস্যু মৃত তা নিয়ে রাস্তায় নামা ঠিক নয়। তাদের ভাবা উচিত এটা সঠিক কাজ কিনা। তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটা পুরোপুরি মৃত এবং তা বহু দিন ধরেই মৃত।'

তিনি আরও বলেন, 'বিএনপিই এই তত্ত্বাবধায়ক সরকারকে বিতর্কিত করে নষ্ট করে ফেলেছে। তারা পুরো ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। যা সর্বোচ্চ আদালত এবং জনগণও প্রত্যাখ্যান করেছে। এখন আবার সেই তত্ত্বাবধায়ক সরকারের দাবি তোলা একেবারেই অনৈতিক ও অযৌক্তিক।'

আগামী নির্বাচনে সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে মন্তব্য শিক্ষামন্ত্রী বলেন, 'সব সময় জনগণের রায় মেনে নিতে হবে। আওয়ামী লীগ অতীতেও জনগণের রায় মেনে এসেছে, ভবিষ্যতেও যে রায় দিবে তা মেনে নিবে।'

Comments