আমরা অনেক উন্নত দেশের থেকেও ভালো আছি: কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববারের রাজশাহীর জনসভায় স্মার্ট বাংলাদেশের রূপকল্পের বিস্তারিত তুলে ধরবেন এবং জনগণের সমর্থন চাইবেন।
সমাবেশস্থল পরিদর্শন শেষে দলীয় নেতাদের নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববারের রাজশাহীর জনসভায় স্মার্ট বাংলাদেশের রূপকল্পের বিস্তারিত তুলে ধরবেন এবং জনগণের সমর্থন চাইবেন।

আজ শনিবার রাতে রাজশাহীর মাদ্রাসা ময়দানে সমাবেশস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বৈশ্বিক সংকটের মধ্যে বাংলাদেশের অর্থনীতি অনেক উন্নত দেশের চেয়ে ভালো জানিয়ে তিনি বলেন, 'আমি বলব না আমরা ভালো অবস্থানে আছি। তবে আমরা দক্ষিণ এশিয়ার অন্যদের থেকে ভালো আছি, এমনকি অনেক উন্নত দেশের থেকেও ভালো আছি।'

তিনি আরও বলেন, 'আইএমএফের রিপোর্ট দেখুন। তারা বাংলাদেশকে বিশ্বের ৩৫তম বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে। বিএনপি নেতারা বলছেন, দেশ শ্রীলঙ্কা হয়ে যাবে। তারা বলছেন, এক মাসের মধ্যেই দেশ শ্রীলঙ্কা হবে। আজ পাকিস্তানে ১ ডলার সমান ২৬২ রুপি, তাদের এক মাসের আমদানি সক্ষমতাও নেই। অথচ, এমন বৈশ্বিক পরিস্থিতিতেও বাংলাদেশ ঘুরে দাঁড়াচ্ছে।'

তিনি বলেন, 'গত ১৪ বছরে বাংলাদেশ বদলেছে, রাজশাহী ও বরেন্দ্র অঞ্চলের আমূল পরিবর্তন হয়েছে। পরিবর্তনগুলো এখন দৃশ্যমান। রাজশাহী বিশ্বের সবচেয়ে কম দূষিত শহর হিসেবে গর্বের শহর হয়ে উঠেছে।'

তিনি দেশে 'জঙ্গিবাদ ও গুজব ছড়ানো' শক্তি ঠেকাতে জনগণের সহযোগিতা কামনা করেন।

তিনি আশা করেন রোববারের সমাবেশে সর্বকালের সবচেয়ে বড় জনসমাগম হবে।

Comments

The Daily Star  | English

JnU student's suicide: Assistant proctor sent to jail after remand

Jagannath University (JnU) assistant proctor Din Islam was sent to jail today on completion of his remand in the case filed over instigating death by suicide of law student Fairuz Abantika

6m ago