‘পাল্টাপাল্টি’ কর্মসূচি নিয়ে রাজপথে বিএনপি-আওয়ামী লীগ

বিএনপি তাদের ১০ দফা দাবি আদায়ে ঢাকায় ৪ দিনের পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার যাত্রাবাড়ী থেকে শ্যামপুর পর্যন্ত মিছিল করবে। যথারীতি ক্ষমতাসীন আওয়ামী লীগও তাদের ‘পাল্টা’ কর্মসূচি নিয়ে রয়েছে রাজপথে।
শনিরআখড়ায় আওয়ামী লীগ নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। ছবি: সংগৃহীত

বিএনপি তাদের ১০ দফা দাবি আদায়ে ঢাকায় ৪ দিনের পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার যাত্রাবাড়ী থেকে শ্যামপুর পর্যন্ত মিছিল করবে। যথারীতি ক্ষমতাসীন আওয়ামী লীগও তাদের 'পাল্টা' কর্মসূচি নিয়ে রয়েছে রাজপথে।

গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে 'শান্তি সমাবেশ'র আয়োজন করছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। অনুষ্ঠানে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের বিভিন্ন শাখা ও ইউনিটের নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেছেন।

এ ছাড়া, যাত্রাবাড়ী এলাকা থেকে বিএনপির আজকের পদযাত্রা কর্মসূচি শুরু হওয়ায় যাত্রাবাড়ীর বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের যাত্রাবাড়ী শাখার নেতাকর্মীরা।

যাত্রাবাড়ী শাখা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মুন্নার নেতৃত্বে আওয়ামী লীগের একদল নেতাকর্মী যাত্রাবাড়ী পার্কের সামনে অবস্থান নিয়েছে। অপরদিকে, ধলপুর কমিউনিটি সেন্টারের কাছে আওয়ামী লীগের আরেক দল নেতাকর্মীকে দেখা গেছে। দলটির নেতৃত্বে ছিলেন ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি কৌশিক আহমেদ জসিম।

শনিরআখড়া বাসস্ট্যান্ড, ডেমরা স্টাফ কোয়ার্টার, সারুলিয়া, কোনপাড়া বাসস্ট্যান্ড এলাকায় যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন।

এ ছাড়া, বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ভিক্টোরিয়া পার্ক এলাকায় সমাবেশ করছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ।

যদিও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দাবি করেছেন, তারা বিএনপির পাল্টা কর্মসূচি পালন করছেন না।

Comments