চান্দিনায় বিএনপির পদযাত্রায় পুলিশের লাঠিপেটা, আহত ১০

কুমিল্লার চান্দিনায় বিএনপির পদযাত্রায় পুলিশের লাঠিপেটা। ছবি: ভিডিও থেকে নেওয়া

কুমিল্লা উত্তর জেলা বিএনপির পদযাত্রায় পুলিশের টিয়ার গ্যাস ও লাঠিপেটায় ১০ জন নেতাকর্মী আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খাদঘর ও চান্দিনা এলাকায় এ ঘটনা ঘটে। বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে এ সময় ফাঁকা গুলি ছোড়ে পুলিশ।

এই ঘটনায় আহত দুজন পুলিশ সদস্যকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চান্দিনা থানার ওসি শাহাবুদ্দিন খান বলেন, বিএনপির কিছু উছৃঙ্খল কর্মী-সমর্থককে নিবৃত্ত করতে গিয়ে দুজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

বিদ্যুৎ-গ্যাস, চাল-ডাল, তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো, দমন-নিপীড়ন বন্ধ করা, খালেদা জিয়াসহ কারাবন্দী নেতা-কর্মীদের মুক্তি, সরকারের পদত্যাগ, সংসদ বাতিল করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনসহ 'গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা' দাবিতে আজ জেলায় জেলায় পদযাত্রা কর্মসূচি ছিল বিএনপির।

এর অংশ হিসেবে কুমিল্লা উত্তর জেলা বিএনপি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গোমতা এলাকায় পদযাত্রা আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। কিন্তু পুলিশ পদযাত্রার অনুমতি না দেওয়ায় বিএনপির নেতাকর্মীরা মহাসড়কের খাদঘর এলাকায় চলে আসেন। সেখানে পদযাত্রা শুরু করলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ, টিয়ার শেল ও ফাঁকা গুলি ছোড়ে।

লাঠিপেটায় দাউদকান্দি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি জাহাঙ্গীর হোসেন, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভাপতি সুফিয়া বেগম, কুমিল্লা উত্তর জেলা বিএনপির অংগসংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।

কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহজাহান মোল্লা ডেইলি স্টারকে বলেন, আমরা গোমতা এলাকায় শান্তিপূর্ণভাবে পদযাত্রা করতে চাইলে পুলিশ বাধা দেয়। তারা জানায়, আওয়ামী লীগ ওই জায়গায় শান্তি সমাবেশ করার অনুমতি নিয়েছে। পরে আমরা খাদঘর এলাকায় পদযাত্রা করতে চাইলে পুলিশ বিনা উস্কানিতে লাঠিচার্জ, টিয়ার শেল নিক্ষেপ এবং গুলিবর্ষণ করে।

এ বিষয়ে চান্দিনা থানার ওসি বলেন, বিএনপি নেতাকর্মীরা মহাসড়কে নাশকতার চেষ্টা করছিল। পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। তাদের ইটপাটকেলে আমাদের দুজন আহত হয়েছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

অন্যদিকে কুমিল্লার ইলিয়টগঞ্জ এলাকায় শান্তি সমাবেশ করেছে উত্তর জেলা আওয়ামী লীগ। সেখানে উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারসহ চান্দিনার এমপি ডা. প্রাণ গোপাল দত্ত উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English
Anti-Terrorism Act

Govt issues ordinance amending Anti-Terrorism Act

Activities of certain entities, and activities supporting them can now be banned

1h ago