আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি নাশকতা করছে কি না খতিয়ে দেখছি: কাদের

কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

রাজধানীর সায়েন্স ল্যাব, গুলিস্তান, চট্টগ্রামের সীতাকুণ্ড ও কক্সবাজারের বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে তা বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে ঘটিয়েছে কি না তা সরকার খতিয়ে দেখছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ বুধবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

এর আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মহানগর, সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাদের যৌথ সভা অনুষ্ঠিত হয়।

ওবায়দুল কাদের, 'প্রধানমন্ত্রী যখন দেশের কাজে বাইরে, ঠিক সেই সময় আমাদের দেশে কয়েকটি অনভিপ্রেত ঘটনা ঘটে গেছে। এটা নাশকতা নাকি স্বাভাবিক দুর্ঘটনা সেটা সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর নির্দেশে গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।'

এ নিয়ে কারো মাথা ব্যথার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।

কাদের বলেন, 'মির্জা ফখরুল হুট করে একটা বিবৃতি দিয়েছেন। তার বিবৃতির ভাষা হচ্ছে যে, এ ধরনের একের পর এক ঘটনা রহস্যজনক। আমরা তার সঙ্গে একমত। এ সময় দেশে এ ধরনের ঘটনা রহস্যজনক। এই রহস্যের ভেতরের বিষয়টা কী সেটা আমাদের খতিয়ে দেখতে হবে। আন্দোলনে ব্যর্থতা যাদের, তারা আন্দোলনে ব্যর্থ হয়ে নাশকতার পথ খুঁজছে কি না, নাশকতার পথে হাঁটছে কি না সেটাও আমাদের খতিয়ে দেখতে হবে এবং সেটা আমরা খতিয়ে দেখছি।'

তিনি বলেন, 'সায়েন্স ল্যাব, গুলিস্তান, চট্টগ্রামের সীতাকুণ্ড এবং কক্সবাজারের বালুখালীর রোহিঙ্গা ক্যাম্পে যে অগ্নিসংযোগের ঘটনা, এতে যারা মারা গেছেন, তাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। এসব রহস্যজনক ঘটনার পেছনে কোনো ব্যক্তি বা সংস্থা বা দলের সংশ্লিষ্টতা আছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।'

এ সময় আগামী ১১, ১৭, ২৫ ও ২৬ মার্চের কর্মসূচি ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক। কাদের বলেন, আগামী ১১ মার্চ আমরা মহাসমাবেশ করতে যাচ্ছি। ১৭ মার্চ জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ও টুঙ্গিপাড়ায় জাতির পিতার শ্রদ্ধা নিবেদন। জাতির পিতার জন্মদিন উপলক্ষে ১৯ মার্চ আলোচনা সভা হবে। এরপর গণহত্যা দিবসে ২৫ মার্চ সকালে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যৌথভাবে বঙ্গবন্ধ অ্যাভিনিউতে আলোচনা সভার আয়োজন করবে। ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। সরকারি প্রোগ্রামের সঙ্গে সঙ্গতি রেখে সাভারে জাতীয় স্মৃতি সৌধে আমরা প্রোগ্রাম করব।

পাশাপাশি শান্তি সমাবেশ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, 'বিরোধী দল বলছে, পাল্টাপাল্টি করছে। আমরা শান্তি সমাবেশ করছি তাদের পক্ষ থেকে অশান্তির আশঙ্কায়।'

'তারা অশান্তি সৃষ্টি করতে পারে। আমরা ক্ষমতায় আছি, সে জন্য জানমালের নিরাপত্তা বিধান আমাদের দায়িত্ব ও কর্তব্য। সেই কারণে জনগণের পাশে আমরা আছি। জনগণকে আমরা আশ্বস্ত করছি যে, আমরা আপনাদের পাশে আছি। আপনাদের কোনো ভয় নেই। আপনারা নিশ্চিন্তে দৈনন্দিন কাজ করে যান,' বলেন কাদের।

সরকারের ব্যর্থতার কারণে বিস্ফোরণ—বিএনপির এমন অভিযোগের প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, 'আন্দোলনে ব্যর্থতার কারণে তারা নাশকতা করছে কি না, বিস্ফোরণের পেছনে তাদের নাশকতামূলক অপকর্ম আছে কি না সেটা আমরা খতিয়ে দেখছি।'

Comments

The Daily Star  | English

Finance adviser sees no impact on tax collection from NBR dissolution

His remarks came a day after the interim government issued an ordinance abolishing the NBR and creating two separate divisions under the finance ministry

17m ago