‘মিথ্যা মামলায় খালেদা জিয়া কারাগারে, বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না’

আমীর খসরু
আজ রোববার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

খালেদা জিয়াকে রাজনীতির বাইরে রেখে ক্ষমতা দখলের প্রক্রিয়া সহজ হবে না মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ওনাকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। ওনাকে চিকিৎসা দেওয়া হচ্ছে না।

আজ রোববার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।

এর আগে ১০ দফা দাবি আদায়ে যুগপৎ আন্দোলন কর্মসূচি নিয়ে বিএনপি লিয়াজোঁ কমিটি ও গণতান্ত্রিক বাম ঐক্যের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএনপি চেয়ারপারসনের অসুস্থ হয়ে পড়ার বিষয়টি চলমান আন্দোলনে কোনো প্রভাব ফেলবে কি না জানতে চাইলে আমীর খসরু বলেন, 'জনগণের সব অধিকার কেড়ে নেওয়ার প্রকল্পের অংশ হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে আছেন। ওনাকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। ওনাকে চিকিৎসা দেওয়া হচ্ছে না। বারবার বলার পরেও ওনার বিদেশে চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসক-পরামর্শকরা যা বলেছেন সেটাকে তারা (সরকার) গ্রাহ্য করছেন না। সেই কারণে তাকে দেশে চিকিৎসার মধ্যে সীমিত থাকতে হচ্ছে।

'অথচ দেখা যাচ্ছে দেশের রাষ্ট্রপতি থেকে শুরু করে একেবারে নিম্ন পর্যায়ের সব রাজনীতিক, কর্মী পর্যন্ত বিদেশে গিয়ে চিকিৎসা নিচ্ছে। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সেখান থেকে বঞ্চিত করা হচ্ছে। ওনাকে বাইরে যেতে দেওয়া হচ্ছে না। এসবের উদ্দেশ্য একটাই, ওনাকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বাইরে রেখে অবৈধভাবে ক্ষমতা দখলের যে প্রক্রিয়া সেটাকে যাতে সফল করতে পারে।'

তিনি আরও বলেন, 'তারা (আওয়ামী লীগ) ভীত-শঙ্কিত হয়ে সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনীতিতে সম্পৃক্ত হতে দিচ্ছে না। সেই উদ্দেশ্য সফল হবে না। কারণ আজকে দেশের মানুষ খুব ভালোভাবে জানে উনাকে কেন জেলে দেওয়া হয়েছে; কেন চিকিৎসা করতে দেওয়া হচ্ছে না। ওরা যে আবারও ক্ষমতা দখল করতে যাচ্ছে তার প্রতিবাদ অবশ্যই বাংলাদেশের মানুষ করবে। তার জবাব বাংলাদেশের মানুষ দেবে।'

আমীর খসরু বলেন, 'ওনাকে জেল দিয়েও তারা রক্ষা পাচ্ছে না। জেলে দিয়েও গুম, খুন, হত্যা, মিথ্যা মামলা চালিয়ে যাচ্ছে। আজকেও চট্টগ্রামে একটি মিথ্যা মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করে নিয়ে গেছে। তারা আগুন লাগিয়ে, বোমা ফাটিয়ে বিএনপি নেতাকর্মীদের নিয়ে যাচ্ছে। সব ধরনের ষড়যন্ত্র হচ্ছে জনগণকে বাইরে রেখে ক্ষমতা দখল করা; ভোটাধিকার কেড়ে নিয়ে ক্ষমতা দখল করা। তারা কোনোমতেই জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে রাজি না।'

খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, 'অবস্থা তো অবশ্যই ভালো না। এটা তো আমরা বারবার বলে আসছি। ওনার বিদেশে যে বিশেষায়িত চিকিৎসা দরকার, বিশেষায়িত হাসপাতাল দরকার সেটা থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে।'

Comments

The Daily Star  | English

Delhi Capitals sign Mustafizur for 6cr rupees

Bangladesh left-arm pacer, who went unsold in the IPL auction earlier this year, finds himself back in the league following unforeseen changes in team compositions due to the ongoing India-Pakistan conflict.

20m ago