প্রধানমন্ত্রীর সফরের অ্যাচিভমেন্ট ইজ জিরো: ফখরুল

আজ বুধবার গুলশানে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

প্রধানমন্ত্রীর সফরের অ্যাচিভমেন্ট ইজ জিরো বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

এর আগে ১০ দফা দাবি আদায়ে যুগপৎ আন্দোলন কর্মসূচি নিয়ে বিএনপির লিয়াঁজো কমিটি ও এলডিপির বৈঠক অনুষ্ঠিত হয়।

মির্জা ফখরুল বলেন, 'আজকে অর্থনীতিতে সম্পূর্ণ ব্যর্থতার কারণে, দুর্নীতির কারণে জনগণের জীবন ওষ্ঠাগত হয়ে উঠেছে। দ্রব্যমূল্য, নিরাপত্তার অভাব, শান্তি-শৃঙ্খলার যে পরিস্থিতি, যে লুটপাট এবং একইসঙ্গে ব্যাংকগুলোকে পুরোপুরি খালি করে দেওয়া, দেশের অর্থ পাচার করে বিদেশে তাদের সম্পদ গড়ে তোলা শিক্ষা-স্বাস্থ্য খাত, সবখানে চরম নৈরাজ্য চলছে। আমাদের ন্যূনতম অধিকার—ভোট দেওয়া, কথা বলার অধিকার, যা আমরা ১৯৭১ সালের যুদ্ধের মধ্য দিয়ে অর্জন করেছিলাম সেটা সম্পূর্ণ হরণ করে নেওয়া হয়েছে। একটা মাত্র উদ্দেশ্য একদলীয় শাসন ব্যবস্থা তারা আবারও প্রতিষ্ঠা করতে চায়, যা তারা করতে চেয়েছিল ১৯৭৫ সালে।'

এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, 'সরকার মিথ্যা কথা বলে, মিথ্যা প্রচারণা করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। প্রথম থেকেই, যেহেতু তাদের পায়ের নিচে মাটি নেই। মিথ্যা কথা বলে তারা প্রচার করতে চায়, তারা যে সফর করেছে সেটা সফল হয়েছে।'

'আইএমএফ একটি স্টেটমেন্ট দিয়েছে, সেখানে তারা শুধু বৈঠকের কথা বলেছে। ওয়ার্ল্ড ব্যাংকের এটা পূর্ব নির্ধারিত। আগেই কথা হয়েছে তারা ঋণ দেবে। সুতরাং, এই সফরের অ্যাচিভমেন্ট ইজ জিরো। মিথ্যা কথা বলে মানুষকে এক-আধ দিন বোকা বানানো যায় কিন্তু বেশি দিন বোকা বানিয়ে রাখা যায় না। আওয়ামী লীগ সেই কাজটাই করে যাচ্ছে কিন্তু এবার তারা ব্যর্থ হবে। এবার জনগণ তাদের মিথ্যাচার বুঝে গেছে। জনগণ তাদের সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে।'

আরেক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, 'আমরা তাদের সঙ্গে আলোচনা করতে চাইনি। কারণ আমাদের পূর্ব অভিজ্ঞতা আগেই বলেছি, তাদের সঙ্গে আলোচনার কোনো যুক্তি থাকতে পারে না এই জন্য যে, তারা পুরোপুরিভাবে মিথ্যা কথা বলে। তারা বিশ্বাস ঘাতকতা করে জাতির সঙ্গে। সেই কারণে জনগণের আন্দোলনের মধ্য দিয়ে জনগণ রাজপথে তার ফয়সালা করবে।'

Comments

The Daily Star  | English

NCP stages protest at EC office, demands reconstitution of commission

The protest, organised by the party's Dhaka Metropolitan Committee, commenced at 12:00pm

9m ago