নাটোরে দুর্বৃত্তের অস্ত্রের আঘাতে আওয়ামী লীগ নেতা আহত

নাটোরে দুর্বৃত্তের অস্ত্রের আঘাতে জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নান্নু শেখ আহত হয়েছেন।
মানচিত্রে নাটোর
মানচিত্রে নাটোর। স্টার ফাইল ফটো

নাটোরে দুর্বৃত্তের অস্ত্রের আঘাতে জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নান্নু শেখ আহত হয়েছেন।

শহরের ভবানীগঞ্জ মোড়ে মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। নান্নু শেখ বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

সূত্র জানায়, নান্নু শেখ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানের অনুসারী।

এই হামলার বিষয়ে মন্তব্য জানতে যোগাযোগ করা হলে শরিফুল ইসলাম রমজান দ্য ডেইলি স্টারকে বলেন, 'মিঠুন ও তোতাসহ বেশ কিছু সন্ত্রাসী নান্নু শেখের ওপর বিনা উসকানিতে হামলা করেছে। আমরা কঠোর শাস্তি দাবি করছি।'

তিনি আরও বলেন, 'আমি মনে করি, এটা নান্নু শেখের ওপর হামলা নয়, এটা জেলা আওয়ামী লীগের ওপর হামলার শামিল।'

সূত্র আরও জানায়, ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মিঠুন আলী সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের অনুসারী। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে শ্রমিক সংগঠন নিয়ে বিরোধ চলে আসছিল।

অভিযোগ প্রসঙ্গে জানতে মিঠুন আলীর মোবাইল ফোনে একাধিকবার কল করা হয়। তবে প্রতিবারই বন্ধ পাওয়া গেছে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ ডেইলি স্টারকে বলেন, 'হামলার বিষয়টি সঠিক। তবে এই ঘটনায় এখন পর্যন্ত আমরা কোনো অভিযোগ পাইনি।'

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমরা শুনেছি শ্রমিক সংগঠন নিয়ে দ্বন্দ্বের জের ধরে মিঠুন আলী ও তার সহযোগীরা এই হামলা চালিয়েছেন। তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নান্নু শেখকে জখম করেছেন। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে প্রথমে একটি ক্লিনিকে ভর্তি করেছিল। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।'

নাটোরের পুলিশ সুপার সাইফুর রহমান ডেইলি স্টারকে বলেন, 'হামলার ঘটনায় অভিযোগ পেলে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।'

Comments

The Daily Star  | English

India withdraws high commissioner, diplomats from Canada

'We have no faith in the current Canadian government's commitment to ensure their security. Therefore, the government of India has decided to withdraw the High Commissioner and other targeted diplomats and officials,' says the Indian Ministry of External Affairs

1h ago