এবার ভোট চুরি করলে জনগণ পালাতে দিবে না: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, 'আবারও কীভাবে ভোটচুরি করে ক্ষমতায় আসা যায় দেশে-বিদেশে সেই ষড়যন্ত্র শুরু করেছে আওয়ামী লীগ। সেজন্য প্রতিটি মুহূর্তে বিএনপি নেতকর্মীদের গুম, খুন, হামলা-মামলা চালিয়ে যাচ্ছে। এসব করার কারণ আগামী নির্বাচনে যাতে কেউ ভোট চুরিতে বাঁধা সৃষ্টি করতে না পারে।'
আজ শনিবার বিকেলে ১০ দফা দাবি বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহ জেলা বিএনপি আয়োজিত শহরের উজির আলী স্কুল মাঠে জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, 'ভোট চুরি প্রকল্প বাস্তবায়নের জন্য আওয়ামী লীগ ষড়যন্ত্র করে যাচ্ছে। বর্তমানে আওয়ামী লীগের মতো ভয়ে এখন আর কেউ নাই। কারণ তারা রাজনৈতিকভাবে পরাজিত হয়ে গেছে। জনগণ থেকে সমর্থন হারিয়ে বিচ্ছিন্ন হয়ে সরকারি চাকরীজীবীদের ওপর নির্ভর হয়ে গেছে। তারা আশা করছে আবারও সরকারি কর্মচারীরা ভোট চুরি করে ক্ষমতায় আনবে।'
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, 'এবার চোর ধরতে হবে। চোর ধরার জন্য সবাইকে প্রস্তুত হতে হবে। চোর এবার পালাতে পারবে না। এজন্য আবোল-তাবোল বকছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের মানুষ জেগে উঠেছে। এবার ভোট চুরি করলে জনগণ পালাতে দিবে না।'
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে আমীর খসরু বলেন, 'আপনাদের গতিবিধি সর্বক্ষণ মনিটরিং করা হচ্ছে। আপনারা কে কী করছেন তার হিসাব নেওয়া হবে। তাই আপনারা গণতন্ত্রের স্বাধীনতার পক্ষে আসুন, বিচার বিভাগের স্বাধীনতার পক্ষে আসুন, মত প্রকাশের স্বাধীনতার পক্ষে আসুন। যদি না আসেন তবে রাজপথেই ফয়সালা হবে বাংলাদেশ কোন দিকে যাবে।'
ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম. এ মজিদের সভাপতিত্বে জনসমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা।
Comments