আ. লীগের হুমকির পর জায়গা পাল্টে বিএনপির পদযাত্রা, ছাত্রলীগের মহড়া

আওয়ামী লীগের হুমকি ও প্রতিরোধের মুখে নির্ধারিত স্থান ও সময় পরিবর্তন করে ফরিদপুরে পদযাত্রা করেছে বিএনপি।
বিএনপির ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল ১১টায় কোর্ট চত্বর থেকে এ পদযাত্রা শুরু হয়ে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে এসে শেষ হওয়ার কথা ছিল।
কিন্তু সকাল থেকে ওই জায়গায় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দখল করে রাখে। ছাত্রলীগ রড, লাঠি হাতে শহরে মোটরসাইকেল মহড়া করে।
এ কারণে নির্ধারিত সময় ও স্থান পাল্টে সকাল ১০টার দিকে মহানগর বিএনপির ব্যানারে শহরের ২ নম্বর হাবেলি গোপালপুর এলাকার একটি গলি থেকে পদযাত্রা শুরু হয়।
পদযাত্রাটি মুজিব সড়ক হয়ে রেলক্রসিং পার হয়ে বনলতা সিনেমা হলের সামনে যায়।
পদযাত্রার পর মুজিব সড়কের ডিভাইডারে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতারা বলেন, সকাল থেকে কোর্ট চত্বর এলাকা ছাত্রলীগ-পুলিশ দখল করে রাখায়, বিএনপি সেখানে কর্মসূচি পালন করতে পারেনি। পূর্ব নির্ধারিত জায়গা ও সময় পরিবর্তন করতে বাধ্য হয়েছে।
জেলা বিএনপির সদস্যসচিব এ কে কিবরিয়া, যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন ও মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা সমাবেশে বক্তব্য দেন।
জানতে চাইলে জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমাদের পূর্বনির্ধারিত কর্মসূচি আজ মঙ্গলবার বেলা ১১টায় কোর্ট চত্ত্বর থেকে শুরু হয়ে প্রেসক্লাব পর্যন্ত যাওয়ার কথা ছিল। কিন্তু সকালে আমরা খবর পাই কোর্ট চত্ত্বর এলাকা আওয়ামী লীগের সহযোগী সংগঠন বিশেষত ছাত্রলীগ এবং পুলিশ সদস্যরা দখল করে নিয়েছে। এই অবস্থায় কৌশলগত কারণে পূর্ব নির্ধারিত এলাকা বাদ দিয়ে আমরা ২ নং হাবলি গোপালপুর এলাকায় চলে আসি।'
তিনি আরও বলেন, 'আওয়ামী লীগ সরকার আমাদের কর্মসূচি পালন করতে বিভিন্নভাবে বাধা দিচ্ছে তারপরও আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছি। এই সরকারের পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকার গঠনসহ বিএনপি ১০ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে বিএনপি।'
এদিকে, আওয়ামী লীগের বিএনপির পদযাত্রা কর্মসূচি প্রতিহতের ঘোষণা অনুযায়ী সকাল ৯টা থেকে কোর্ট চত্বর দখল করে ছাত্রলীগ। পরে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ তাদের সঙ্গে যোগ দেয়।
তবে ছাত্রলীগ কোনো সমাবেশ না করলেও তাদের শহরের বিভিন্ন জায়গায় অবস্থান নিতে দেখা যায়। পাশাপাশি ছাত্রলীগের কর্মীদের লাঠি ও লোহার রড হাতে নিয়ে শহরে মোটরসাইকেলে মহড়া করতে দেখা যায়।
উল্লেখ্য, গতকাল সোমবার দুপুর ১২টার দিকে জেলা আওয়ামী লীগের মিছিলে বক্তব্য দিতে গিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক হুঁশিয়ারী করে দিয়ে বলেন, 'জেলা বিএনপি আগামীকাল মঙ্গলবার শহরের কোর্টপাড় থেকে জনতা ব্যাংকের মোড় পর্যন্ত পদযাত্রা করবে। কালকে (মঙ্গলবার) যদি আপনারা মাঠে নামে তাহলে আমরা আর অবস্থান ধর্মঘট করে বসে থাকব না। আমরা প্রতিরোধ করব।'
Comments