রাজনীতি

‘মধ্যবিত্তদের অনেকে দরিদ্র হয়ে গেছে’

‘বাংলাদেশ অত্যন্ত দুঃসময় পার করছে। জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে তাতে সাধারণ মানুষ কুলিয়ে উঠতে পারছে না। মধ্যবিত্তরা আজকে নিম্নবিত্ত নয়, অনেকে দরিদ্র হয়ে গেছেন। চাকরিজীবীর বেতন বাড়ে নাই, ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ করে দিতে হচ্ছে।’
নরসিংদী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা জাতীয় পার্টির দ্বি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলের উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। ছবি: সংগৃহীত

দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি ও বাজেট প্রসঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলের উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেন, 'বাংলাদেশ অত্যন্ত দুঃসময় পার করছে। জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে তাতে সাধারণ মানুষ কুলিয়ে উঠতে পারছে না। মধ্যবিত্তরা আজকে নিম্নবিত্ত নয়, অনেকে দরিদ্র হয়ে গেছেন। চাকরিজীবীর বেতন বাড়ে নাই, ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ করে দিতে হচ্ছে।'

আজ শনিবার দুপুরে নরসিংদী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা জাতীয় পার্টির দ্বি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।  

জিএম কাদের বলেছেন, 'এই অবস্থা থেকে সামনে যদি দেশকে উদ্ধার করতে হয়, তাহলে একদলীয় স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করতে হবে। তা না হলে না খেয়ে মারা যেতে হবে, কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাবে, সেখানে কথা বলার কোনো অধিকার থাকবে না। সাংবাদিকরা এসব নিয়ে সমালোচনা করলে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে নির্যাতন করা হয়।'

এসময় অর্থমন্ত্রী আ.হ. ম মোস্তফা কামালকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ঘোষিত বাজেট কীভাবে জনবান্ধব বাজেট হয়েছে সেটি বুঝিয়ে দেয়ার আহবান জানিয়েছেন তিনি।

তিনি বলেন, 'মানুষ এখন ট্যাক্স দিয়ে কুলিয়ে উঠতে পারছে না, সংসারের খরচ কমাতে পারছে না। ঘোষিত বাজেটের ফলে যখন আরও বাড়তি ট্যাক্স দিতে হবে এবং জিনিসপত্রের দাম আরও ঊর্ধ্বগতি হবে, মূল্যস্ফীতি যখন আকাশচুম্বী হবে তখন সাধারণ মানুষ কী করে বাঁচবে?'

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে জাতীয় পার্টির মহাসচিব মো. মজিবুল হক চুন্নু বলেন, 'আওয়ামী লীগ ও বিএনপি ৩৩টা বছর দেশ শাসন করেছে। দুটি দল লুটপাট করে খেতে খেতে আবারও পাগল হয়ে গেছে ক্ষমতায় যাওয়ার জন্য।'

'কিন্তু আওয়ামী লীগ ও বিএনপি এখনও জানে না কী পদ্ধতিতে নির্বাচন করতে হবে এবং তারা সেটি ঠিক করতে পারে নাই। একদল বলে তত্ত্বাবধায়ক, আরেক দল বলে সংবিধান আর আমরা বলি তত্ত্বাবধায়ক আর সংবিধান নয়, মানুষের মুক্তি চাই, মানুষের ভোটের অধিকার প্রয়োগ চাই,' বলেন তিনি।

এবারের বাজেটকে 'জনস্বার্থ বিরোধী' দাবি করে তিনি বলেন, 'একটা কলমের মধ্যে ১৫ শতাংশ ট্যাক্স আরোপ করেছে এই সরকার। আমরা ভোটযুদ্ধে নেমেছি, ক্ষমতার পরিবর্তনের যুদ্ধ। ৩৩ বছরে যে দুই দল জনগণকে কষ্ট দিয়েছে, দুর্নীতি করেছে, টাকা পাচার করেছে, দুঃশাসন দিয়েছে, গণতন্ত্র নষ্ট করেছে। এই দুই দলের বাইরে জনগণের স্বার্থে ৩০০ আসনে লড়ে আগামী নির্বাচনে ক্ষমতায় যেতে চায় জাতীয় পার্টি।'

জেলা জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব ওমর ফারুক মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইসলাম এমপি, নাজমা আক্তার এমপি, লিয়াকত হোসেন খোকা এমপি, আলমগীর সিকদার লোটনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

আজ শনিবার নরসিংদীতে জেলা শাখার জাতীয় পার্টির সভাপতি পদে ২ জন এবং সাধারণ সম্পাদক পদে ৩ জন জীবন বৃত্তান্ত জমা দিলেও কোনো ঘোষণা দেওয়া হয়নি। এ ব্যাপারে আরও আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।

Comments

The Daily Star  | English

India extends export curbs on onions until Mar 31 

India has extended the ban on the exports of onion till March next year with a view to increase availability in domestic markets and to keep prices in check, according to a notification issued by the Directorate General of Foreign Trade yesterday. 

34m ago