ভিডিও ফুটেজ সংগ্রহ করে ভোটে বাধাদানকারীদের তালিকা হচ্ছে: তথ্যমন্ত্রী

যারা ভোটে বাধা দিয়েছে, অগ্নিসংযোগ করেছে তাদের তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
হাছান মাহমুদ
বক্তব্য রাখছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

যারা ভোটে বাধা দিয়েছে, অগ্নিসংযোগ করেছে তাদের তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি আরও জানিয়েছেন, এসব কর্মকাণ্ডের হুকুমদাতা ও অর্থদাতাদেরও তালিকা করা হচ্ছে।

আজ রোববার দুপুরে সাচিবালয়ে সমসাময়িক বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

বিএনপি নেতাকর্মীদের কোন পুলিশ গ্রেপ্তার করছে, কারা মামলার বাদী সেই তালিকা তৈরি করা হচ্ছে। আগামীতে ক্ষমতায় এলে বিএনপি ব্যবস্থা নেবে—গণমাধ্যমকর্মীরা এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে হাছান মাহমুদ বলেন, 'আমরাও তালিকা করছি, যারা আগুন সন্ত্রাস চালিয়ে ছিল, তাদের ভিডিও ফুটেজ আমরা সংগ্রহ করছি। আমাদের কাছে আছে, সেগুলো এক জায়গায় করছি আমরা।'

তিনি বলেন, 'বিভিন্ন সময় আগুন সন্ত্রাসের পরে সাম্প্রতিক সময়ে যারা পুলিশের ওপর হামলা পরিচালনা করেছে, যারা গাড়ি-ঘোড়া ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ করেছে, যারা ভোটে বাধা দিয়েছে; তাদের তালিকা করছি, তাদের হুকুমদাতাদের তালিকা করছি এবং অর্থদাতাদের তালিকাও আমরা করছি।'

'সেই তালিকা করে আমরা খুব সহসা যেসব জায়গায় সেগুলো দেওয়া প্রয়োজন, পৌঁছানো প্রয়োজন—অনেকে চেয়েছে আমাদের কাছ থেকে; যেসব জায়গায় পৌঁছানো প্রয়োজন, দেওয়া প্রয়োজন সেখানে আমরা দেবো,' বলেন তিনি।

Comments