রাজশাহী ও সিলেটে নির্বাচন বর্জনের ঘোষণা ইসলামী আন্দোলনের

রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ সোমবার বরিশাল সিটি নির্বাচনে মেয়র প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করিমের ওপর হামলার ঘটনার পর নির্বাচন বর্জনের ঘোষণা দিল দলটি।

রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ সোমবার বরিশাল সিটি নির্বাচনে মেয়র প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করিমের ওপর হামলার ঘটনার পর নির্বাচন বর্জনের ঘোষণা দিল দলটি।

আজ সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম নির্বাচন বর্জনের ঘোষণা দেন। তিনি বরিশাল ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ফলাফলও প্রত্যাখ্যান করেন।

তিনি বলেন, 'নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ না থাকায় ইসলামী আন্দোলন প্রার্থীরা দুটি নির্বাচনে অংশ নেবেন না। আমরা প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করছি।'

আজ দুপুর সাড়ে ১২টার দিকে একটি কেন্দ্রে পরিদর্শনে গিয়ে ইসলামী আন্দোলনের মেয়রপ্রার্থী ফয়জুল করিম হামলার শিকার হন।

পুলিশ হামলার সত্যতা নিশ্চিত করলেও, কারা হামলা করেছে তা জানাতে পারেনি।

পুলিশ কমিশনারের কাছে হামলার অভিযোগ জানানোর পর ফয়জুল করিম সাংবাদিকদের বলেন, '২২ নম্বর ওয়ার্ডে আমাদের ভোটারদের ঢুকতে দেওয়া হচ্ছে শুনতে পেয়ে সেখানে যাই। কেন্দ্রের ভেতরে বাইরের লোকজন ছিল, দায়িত্বে নাই এমন লোকজন ছিল। তারা নৌকার ব্যাজ পরা। তারা জড়ো হয়ে আমাদের সঙ্গে তর্ক শুরু করে। আমি আমার সমর্থকদের সরাতে গেলে তারা আমাদের ওপর হামলা চালায়।'

হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন বরিশালের আওয়ামী লীগ নেতারা।

Comments