‘বিদেশি শক্তি দিয়ে তত্ত্বাবধায়ক বসানোর পরিকল্পনা আমরা বেঁচে থাকতে সফল হবে না’

কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

বিএনপি বিদেশি শক্তিকে দিয়ে ওয়ান-ইলেভেনের মতো তত্ত্বাবধায়ক সরকার বসানোর পরিকল্পনা করছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী আমরা বেঁচে থাকতে সেটা আর হবে না।'

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর হাজারীবাগে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত 'শান্তি সমাবেশে' তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, 'শেখ হাসিনা যখন বিদেশে সন্মানিত হন বাংলদেশের মানুষ খুশি হয়, কষ্ট পায় বিএনপি-বিএনপির দোসররা।'

বিএনপি উদ্দেশে তিনি বলেন, 'লাফালাফি করে ভেবেছেন, আমেরিকা নিষেধাজ্ঞা পাঠাবে। আমেরিকার ভিসানীতি আওয়ামী লীগের বিরুদ্ধে। ভিসানীতির ব্যাখ্যা মার্কিন পররাষ্ট্র বিভাগ দিয়েছে। যারা নির্বাচনে বাধা দেবে, অবাধ-সুষ্ঠু নির্বাচনে বাধা দেবে ভিসানীতি তাদের ক্ষেত্রে প্রয়োগ হবে। আমরা তো সুষ্ঠু নির্বাচন চাই। যেমন গাজীপুরে, যেমন বরিশালে, যেমন খুলনায়, যেমন কক্সবাজারে।'

কাদের আরও বলেন, 'বাংলাদেশে বিএনপি এবং তার দোসররা সেদিন বলবে নির্বাচন সুষ্ঠু হয়েছে যেদিন আওয়ামী লীগ পরাজিত হবে। সুষ্ঠু নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হলে তারা কোনো দিন পরাজয় মেনে নেবে না।'

পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে তত্ত্বাবধায়কের মতো আজব জিনিস কোথাও নেই মন্তব্য করে কাদের বলেন, 'বিএনপি এখনো মনে মনে মন কলা খাচ্ছে। মনে করেছে ১ তারিখের মতো...সেই তত্ত্বাবধায়ক, নিজের দলের ফখরুদ্দীন, মঈনুদ্দিন, ইয়াজউদ্দিনকে বসিয়ে ক্ষমতার ময়ূর সিংহাসন পাবে। ‍মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী আমরা বেঁচে থাকতে সেটা আর হবে না।'

'এখন আবার বিদেশি শক্তিকে দিয়ে এখানে ওয়ান-ইলেভেনের মতো ২ বছর তাদের নিজেদের ইচ্ছে অনুযায়ী তত্ত্বাবধায়ক একটা বসাবে। আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাব? কেমনে এটা মনে করলেন? সব খবর আমরা রাখি। কোথায় কোথায় ষড়যন্ত্র হচ্ছে। ওয়ান-ইলেভেনের তত্ত্বাবধায়কের দুঃস্বপ্ন দেখে আর লাভ নেই,' বলেন কাদের।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, 'এটা দিবাস্বপ্ন, এ স্বপ্ন দেখে আর লাভ হবে না।'

তিনি বলেন, 'যারা বাধা দেয়, যুক্তরাষ্ট্রের ভিসানীতি তাদের বাধা দেয় কি না আমরা দেখতে চাই। আবার আগুন নিয়ে আসবে, আবার গাড়ি ভাঙচুর করবে, আবার মানুষ পুড়িয়ে মারবে, রাস্তার গাছ কেটে ফেলবে, রেললাইন উপড়ে ফেলবে, খাদ্যের গুদামে আগুন দেবে, ভূমি আগুন পুড়িয়ে দেবে—সেই তত্ত্বাবধায়কের আমাদের প্রয়োজন নেই।'

বিএনপির উদ্দেশে কাদের বলেন, 'আমরা কিছু ভোটে হেরিছি। তারপরও গাজীপুরে কী সুন্দর ভোট। বরিশালে একটা-দুইটা বিক্ষিপ্ত; এটা যে কোনো জায়গায় হয় কিন্তু ইলেকশন ছিল সুন্দর। খুলনায় তো কোনো টু শব্দ নেই। এ রকম নির্বাচন ইনশাল্লাহ হবে। আপনারা আসেন আর না আসেন, সংবিধান বন্ধ থাকবে না। সংবিধানের নিয়ম সময় আর স্রোত কারো জন্য অপেক্ষা করে না। আমাদের সংবিধানের নিয়ম কারো জন্য অপেক্ষা করে না।'

Comments

The Daily Star  | English

Students’ unions: Legal bars, admin delays stall polls in many universities

Of 56 public universities across the country, only seven have the legal provision for a central students' union

3h ago