‘বিএনপির নির্বাচন প্রতিহতের ঘোষণা’, যুক্তরাষ্ট্রের ভূমিকা দেখতে চান কাদের

বিএনপি নির্বাচন করতে দেবে না—এ ব্যাপারে মার্কিন ভিসানীতি কী কাজ করে এটা আমরা দেখব
কাদের
বক্তব্য রাখছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের | ছবি: সাজ্জাদ হোসেন/স্টার

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসানীতির লক্ষ্যে হচ্ছে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন। আর বিএনপি বলছে, দেশে নির্বাচন করতে দেবে না তারা। এ কথা বলার পরও মার্কিন ভিসানীতি কেন এখানে নেই?'

আজ শনিবার দুপুর ১২টায় গাজীপুরের টঙ্গী ফ্লাইওভার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, 'বিএনপি নির্বাচন করতে দেবে না—এ ব্যাপারে মার্কিন ভিসানীতি কী কাজ করে এটা আমরা দেখব। এ নীতি এখানে অন্ধ হয়ে থাকবে নাকি বধির হয়ে থাকবে? নাকি বাস্তব কোনো পদক্ষেপ নেবে।'

তিনি আরও বলেন, 'দুর্নীতি ও দুঃশাসন বললেই বিএনপির নাম বলতে হয়। বিএনপির যারা দুর্নীতি ও দুঃশাসন করেছে, তারাই আবার দুর্নীতি ও দুঃশাসনের অভিযোগ আনছে।'

Comments