আমরা ক্ষমতায়, আমরা কেন গোলমাল করব: ওবায়দুল কাদের

ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'আমরা ক্ষমতায়, আমরা গোলমাল কেন করবো। যত শান্তি থাকবে, আমাদের ভোট তত বাড়বে।'  
সাতরাস্তায় আওয়ামী লীগের 'শান্তি ও উন্নয়ন শোভাযাত্রার' আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দিচ্ছেন ওবায়দুল কাদের। ছবি: আশিক আব্দুল্লাহ অপু/স্টার

ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'আমরা ক্ষমতায়, আমরা গোলমাল কেন করবো। যত শান্তি থাকবে, আমাদের ভোট তত বাড়বে।'  

আজ বুধবার রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে আওয়ামী লীগের 'শান্তি ও উন্নয়ন শোভাযাত্রার' আগে  এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, 'সারা বাংলায় দফা একটা শ্লোগান একটা, শেখ হাসিনার বাংলাদেশ।' 

বিএনপি নেতাদের উদ্দেশ্য করে তিনি বলেন, 'সাতরাস্তায় আসুন। জনতার ঢল কাকে বলে দেখে যান। অভূতপূর্ব এক বিস্ময়। আজকের এ সমাবেশ বলে দিচ্ছে দেশের মানুষ কী চায় কাকে চায়।'

'আসলে খবর হচ্ছে বিএনপির নেতারা আশার মালা গেঁথে প্রহর গুনেছে কখন আসবে উজরা জেয়া, কখন আসবে ইউরোপীয় প্রতিনিধিরা। তাদের মুখে আনন্দের ধারা,' বলেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 'ইইউ এল, আমেরিকার প্রতিনিধি এসে চলে গেল। বিএনপি তাদের মুখে যা শুনতে চেয়েছিল, তা পায়নি।'

'বিএনপির চোখমুখ শুকিয়ে গেছে। বিএনপি নেতাদের আমেরিকা বলে দিয়েছে তত্ত্বাবধায়ক কী তা আমাদের জানার কোনো দরকার নেই,' যোগ করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, 'বিএনপি চেয়েছিল শেখ হাসিনা ছাড়া নির্বাচন। আমেরিকা বলে গেছে কাউকে ছাড়া নির্বাচন নয়। বাংলাদেশের সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। আমেরিকা বলেছে, ইউরোপীয় ইউনিয়নও বলে গেছে।' 

'শেখ হাসিনার অধীনে নির্বাচন করতে হবে এটাই তাদের (বিএনপির) জ্বালা,' মন্তব্য করেন করেন তিনি।  

দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, 'আপনারা মাথা গরম করবেন না। ওদের (বিএনপির) মাথা গরম। ওরা এখন পায়ে পারা দিয়ে ঝামেলা করতে চায়। আমরা ক্ষমতায়, আমরা গোলমাল কেন করব। শান্তি যত থাকবে, তত আমাদের ভোট বাড়বে।' 

'খেলা হবে, ডিসেম্বরে খেলা হবে। আসল খেলা। আসেন বিএনপির নেতারা। জনগণের শক্তি একদিকে অন্যদিকে আপনাদের সন্ত্রাসী শক্তি,' বলেন তিনি।

'রাজনৈতিক আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন সন্ত্রাস বেছে নিয়েছে' মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, 'আপনারা (বিএনপি) নির্বাচনে না আসলে সেটা আপনাদের বিষয়। নির্বাচনে বাঁধা দিতে আসলে আমরা জনগণকে নিয়ে প্রতিহত করব।' 

'বিএনপি নেতারা মানসম্মান রাখতে চাইলে আন্দোলনের মাঠ ছেড়ে নির্বাচনে আসুন। গতবার তো পেয়েছেন ৭টা (আসন)। খালি মুখে মানুষ ভোট দেবে না,' বলেন তিনি।

 

Comments

The Daily Star  | English

Yunus’ economic gambit paying off

Two months ago, as Professor Muhammad Yunus waded into Bangladesh’s unprecedented political turmoil, he inherited economic chaos by default.

6h ago