বিএনপির ‘তারুণ্যের সমাবেশে’ যোগ দিতে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

বিএনপির ৩ যুব-ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত ‘তারুণ্যের সমাবেশে’ যোগ দিতে হাজারো কর্মী ও সমর্থকরা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আসছেন।
বিএনপির ৩ যুব-ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত ‘তারুণ্যের সমাবেশে’ যোগ দিতে হাজারো কর্মী ও সমর্থকরা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আসছেন। ছবি: সাজ্জাদ হোসেন/স্টার

বিএনপির ৩ যুব-ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত 'তারুণ্যের সমাবেশে' যোগ দিতে হাজারো কর্মী ও সমর্থকরা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আসছেন।

আজ দুপুর ২টায় সমাবেশ শুরু হবে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

'তরুণ প্রজন্ম দেব ভোট, ভোটের জন্য যুদ্ধ হোক' স্লোগানে এ সমাবেশের আয়োজন করেছে বিএনপির ৩ সংগঠন। সমাবেশ সফল করতে সব জেলা, মহানগর নেতাকর্মী ও সমর্থকরা আসছেন। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বাইরে অন্যান্য অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও এতে অংশ নেবেন।

সরেজমিন দেখা যায়, আজ সকাল থেকেই নেতাকর্মীরা ঢাকাসহ আশেপাশের জেলা থেকে কর্মী-সমর্থকরা সমাবেশে অংশ নিতে ভিড় করছেন। মিছিল নিয়ে ঢাকা মহানগরীর বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়ো হন।

বিএনপির আজকের কর্মসূচিকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানে ও তার আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

নেতাকর্মীরা তাদের ব্যানার-ফেস্টুন, প্ল্যাকার্ডে সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

Comments