এখনো সমাবেশের অনুমতি পায়নি আ. লীগ, ইসলামী আন্দোলন

আগামীকাল বৃহস্পতিবার রাজধানীতে সমাবেশের জন্য আওয়ামী লীগ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এখনো ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনুমতি পায়নি।

আজ বুধবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক জানিয়েছেন, আগামীকাল বৃহস্পতিবার কর্মদিবস হওয়ায় বিএনপিকে সোহরাওয়ার্দী ও পল্টনে সমাবেশ করতে দেওয়া যাচ্ছে না।

আওয়ামী লীগ ও অন্যান্য দলগুলোকে অনুমতি দেওয়া হয়েছে কি না জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার দ্য ডেইলি স্টারকে জানান, কোনো দলকেই এখনো অনুমতি দেওয়া হয়নি।

গত শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সহযোগী সংগঠনের ব্যানারে 'তারুণ্যের সমাবেশ' করে বিএনপি। সেই সমাবেশ থেকে আগামীকাল বৃহস্পতিবার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করার ঘোষণা দেওয়া হয়।

বিএনপির মহাসমাবেশ ঘোষণার পর বায়তুল মোকাররম এলাকায় 'শান্তি সমাবেশে'র ডাক দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ৩ সংগঠন।

অন্যদিকে, যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার বিএনপির মিত্র দলগুলোও রাজপথে নানা কর্মসূচি নিয়ে থাকছে। চরমোনাইয়ের পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ ডেকেছে।

Comments

The Daily Star  | English

Israel pounds Gaza City as military takes first moves in offensive

Gaza City residents describe relentless bombardments overnight

34m ago