নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশের প্রস্তুতি নিচ্ছে বিএনপি

ইতোমধ্যে আমাদের ৫ শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশের প্রস্তুতি নিচ্ছে বিএনপি
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী | ফাইল ছবি

সরকার পতনের একদফা দাবিতে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশের প্রস্তুতি নিচ্ছে বিএনপি।

আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, 'আমরা প্রস্তুতি নিতে শুরু করেছি।'

আগামীকাল দুপুর ২টায় সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে রিজভী বলেন, 'আমরা পুলিশকে অবহিত করেছি যে, আগামীকাল আমাদের মহাসমাবেশ হবে। আমাদের নেতাকর্মীরা ইতোমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছেন।'

রিজভী অভিযোগ করেন, 'ইতোমধ্যে আমাদের ৫ শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।'

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি।

Comments