গাবতলী

বিএনপির মিছিলে থাকা ৩ জনকে পিটিয়ে পুলিশে দিলো আ. লীগের নেতাকর্মীরা

ছবি: স্টার

রাজধানীর গাবতলীতে বিএনপির মিছিল থেকে পেছন থেকে ধাওয়া দিয়ে হামলা চালিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় তারা ওই মিছিল থেকে ৩ জনকে পিটিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

পিটুনির শিকার ৩ জনকে গাবতলী পুলিশ বক্সে রাখা হয়েছে।

আজ দুপুর ১২টার দিকে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হামলার ঘটনা ঘটে।

সেখানে অবস্থানরত দ্য ডেইলি স্টারের প্রতিবেদক জানান, বিএনপি নেতা আমান উল্লাহ আমানকে তুলে নেওয়ার পর টেকনিক্যাল মোড় থেকে সাভারমুখী লেনে শতাধিক নেতাকর্মী নিয়ে লাঠি হাতে মিছিল বের করে বিএনপি। মিছিলটি গাবতলী বেড়িবাঁধ এলাকায় পৌঁছালে আওয়ামী লীগ নেতাকর্মীরা পেছন থেকে তাদের ধাওয়া দিয়ে ৩ জনকে আটকে ফেলে। পরে তাদের পিটিয়ে গাবতলী পুলিশ বক্সে নিয়ে যায়। এ সময় পুলিশকে নীরব ভূমিকায় দেখা যায়।

এ বিষয়ে জানতে চাইলে ওই পুলিশ বক্সে দায়িত্বরত সদস্যরা কোনো মন্তব্য করতে রাজি হননি।

Comments

The Daily Star  | English

Hasina’s final days before the fall

A desire for power, intolerance for dissent, and failure to see the writing on the wall undid Hasina's iron-fisted rule

13h ago