উত্তরায় বিএনপির সঙ্গে সংঘর্ষের সময় যুবলীগ কর্মী ছুরিকাঘাতে আহত
রাজধানীর উত্তরায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের সময় যুবলীগের একজন ছুরিকাঘাতে আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। যুবলীগের দাবি, আজ শনিবার দুপুরে বিএনপির নেতাকর্মীরা তার হাতে ছুরিকাঘাত করে।
দক্ষিণখান (উত্তর) যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার আলী দ্য ডেইলি স্টারকে বলেন, আহত মহিবুর রহমান নয়ন ৪৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য। আজ দুপুর সাড়ে ১২টার দিকে উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ মোড়ে সংঘর্ষের এক পর্যায়ে বিএনপির কর্মীরা তার ডান হাতের কবজিতে ছুরিকাঘাত করে। পরে তাকে ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়।
যোগাযোগ করা হলে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলী বলেন, হামলায় আহত হওয়ার এরকম একটি ঘটনার কথা শুনেছি। তবে এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ পাইনি। তিনি হাসপাতালে ভর্তি আছেন। তবে তার কবজি বিচ্ছিন্ন হয়নি।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, যুবলীগের নেতাকর্মীরা আজ দুপুর সাড়ে ১২টার দিকে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া দেয়। তারা ফিরে আসার সময় বিএনপির নেতাকর্মীরা পাল্টা হামলা করেন।
Comments