আওয়ামী লীগের সোমবারের শান্তি সমাবেশ বাতিল

আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্যমেলার মাঠে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

আগামীকাল সোমবারের শান্তি সমাবেশ কর্মসূচি স্থগিত করেছে আওয়ামী লীগ।

গতকাল সন্ধ্যায় বিএনপির পক্ষ থেকে সোমবার সারা দেশে জনসমাবেশের কর্মসূচি পালনের ঘোষণা আসার পর রাতে আওয়ামী লীগ এই শান্তি সমাবেশের ঘোষণা দেয়।

রাজধানীর আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্যমেলার মাঠে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। 

আজ রোববার ঢাকা উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান এবং ঢাকা উত্তর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক উইলিয়াম প্রলয় সমদ্দার বাপ্পী ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

শেখ বজলুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'পুরোনো বাণিজ্যমেলার মাঠ ব্যবহার অনুপযোগী হওয়ায় শান্তি সমাবেশের পরিবর্তে থানায় থানায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছি। সেটা আজ রোববার ও আগামীকাল সোমবার হবে।'

অন্যদিকে ঢাকা উত্তর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক উইলিয়াম প্রলয় সমদ্দার বাপ্পী দ্য ডেইলি স্টারকে বলেন, 'সোমবার আমাদের শান্তি সমাবেশ ছিল, কিন্তু সেটা বাতিল করা হয়েছে। তবে আমাদের নেতা-কর্মীরা সতর্ক অবস্থানে থাকবে।'

গতকাল শনিবার রাতে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি যৌথ সভা শেষে বিএনপির 'অগ্নিসন্ত্রাসের' বিরুদ্ধে আজ রোববার সারাদেশে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের ডাক দেয় আওয়ামী লীগ।

 

Comments