মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

সংলাপ ও তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে কোনো কথা হয়নি: কাদের

গণতন্ত্রকে সুরক্ষা দেওয়া আমাদের পবিত্র দায়িত্ব এবং এ দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করে যাচ্ছি।
ওবায়দুল কাদের। ফাইল ছবি

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সংলাপ ও তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে কোনো কথা হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পিটার হাসের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা বলেন।

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, 'নির্বাচন নিয়ে আমাদের যে বক্তব্য; আমরা যার সঙ্গেই আলোচনা করি, আমাদের অঙ্গীকার একটি, আমাদের বক্তব্য একটি; সেটা অত্যন্ত লাউড অ্যান্ড ক্লিয়ার—আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই, অবাধ-সুষ্ঠু নির্বাচন চাই। আমরা এটা সবার সঙ্গে বলছি। এটা দেশের জনগণের কাছে আমাদের প্রতিশ্রুতি।'

তিনি বলেন, 'গণতন্ত্র আওয়ামী লীগেরই দীর্ঘ সংগ্রামের সোনালি ফসল, আজকে যেটুকু অর্জন। শেখ হাসিনার নেতৃত্বে ইলেকশন ইনস্টিটিউশন ম্যাচিওর হয়েছে। ইনডিপেন্ডেন্ট কমিশন হয়েছে বাংলাদেশে। গণতন্ত্র আমাদের সংগ্রামের ফসল। কাজেই গণতন্ত্রকে নিরাপদে রাখা আমাদের দায়িত্ব। গণতন্ত্রকে সুরক্ষা দেওয়া আমাদের পবিত্র দায়িত্ব এবং এ দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করে যাচ্ছি।'

গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, 'মার্কিন রাষ্ট্রদূত তার বক্তব্যের কোথাও তত্ত্বাবধায়ক সরকার, শেখ হাসিনার পদত্যাগ, সংসদ বিলুপ্তি, নির্বাচন কমিশনের বিলুপ্তি; এসব বিষয়ে একটা কথাও বলেননি।'

'সংলাপ বিষয়ে কোনো কথা হয়নি,' আরেক প্রশ্নের জবাবে বলেন কাদের।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো চাপ অনুভব করছেন কি না প্রশ্নের জবাবে পাল্টা প্রশ্ন ছুড়ে তিনি বলেন, 'আমরা আমাদের লক্ষ্যে অবিচল। "বাইরে এক কথা, ভেতরে আরেক কথা" এমন কোনো মনোভাব নিয়ে আমরা এগোচ্ছি না। কাজেই চাপ অনুভব করব কেন? অবাধ-সুষ্ঠু নির্বাচন করা আমাদের প্রতিশ্রুতি।'

'যদি বলেন চাপ, তাহলে বিবেকের চাপ। আমাদের বিবেকের চাপ আমরা অনুভব করতে পারি যে, আমরা এটাই চাই। এটাই আমাদের মনের কথা,' যোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

Comments