বিক্ষোভ মিছিল-রোডমার্চসহ ৪ দিনের কর্মসূচি বিএনপির

আজ মঙ্গলবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে কর্মসূচির ঘোষণা দেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে আগামীকাল বুধবার থেকে ৪ দিনের নতুন সরকারবিরোধী আন্দোলনের ঘোষণা দিয়েছে দলটি।

আজ নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কর্মসূচির ঘোষণা দেন।

ঘোষণা অনুযায়ী, আগামী ১৬ আগস্ট খালেদার স্বাস্থ্যের উন্নতি কামনা করে মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে দোয়ার আয়োজন করবে দলটি।

পরদিন ১৭ আগস্ট অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে সারা দেশে লিফলেট বিতরণ করবেন বিএনপি নেতাকর্মীরা।

১৮ আগস্ট ঢাকাসহ প্রতিটি মহানগরে একযোগে সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করবে বিএনপি।

বিএনপির দাবি মেনে নিতে সরকারকে চাপ দিতে ১৯ আগস্ট মহানগর ও জেলা পর্যায়ে রোডমার্চ করা হবে।

রুহুল কবির রিজভী বলেন, সরকারের 'দুঃশাসনে' জনগণ হতাশ এবং অধিকার আদায়ে বিএনপির আন্দোলনে যোগ দিতে প্রস্তুত।

Comments

The Daily Star  | English

Is the US winning under Donald 'Tariff' Trump?

President Trump has now been president for almost 100 days.

4h ago