কাদের গেলেন দিল্লি, রওশন হয়ে গেলেন চেয়ারম্যান
জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জিএম কাদেরের তিন দিনের ভারত সফরের মধ্যেই নিজেকে বিরোধী দলের চেয়ারম্যান ঘোষণা করেছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।
জাপা সূত্রে জানা যায়, দলের চার জন কো-চেয়ারম্যান গত ডিসেম্বরে জিএম কাদেরের বিরুদ্ধে অনাস্থা এবং অযোগ্যতার অভিযোগ তুলে রওশন এরশাদকে চিঠি দেন। সেসময় রওশন এরশাদ সেই প্রস্তাবে রাজী না হয়ে জিএম কাদেরকে আরও সময় দেওয়ার কথা জানান।
তবে আজ মঙ্গলবার সকালে তিনি হঠাৎ করেই নিজেকে জাপা চেয়ারম্যান হিসেবে ঘোষণা করলেন। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রওশন এরশাদের সাক্ষাতের তিন দিন পর এ ঘটনা ঘটলো।
রওশন এরাশাদের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, 'পার্টির সিনিয়র নেতাদের পরামর্শে ও সিদ্ধান্তক্রমে দলের গতিশীলতা বজায় রাখার স্বার্থে দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলাম।'
জাপার চার কো-চেয়ারম্যান হলেন-- রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, সালমা ইসলাম ও আবু হোসেন বাবলা।
দলের নতুন কাউন্সিলও ঘোষণা করা হয়েছে এবং পরবর্তী কাউন্সিল পর্যন্ত রওশন এরশাদ চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
জিএম কাদেরের নেতৃত্বে জাপার তিন সদস্যের প্রতিনিধি দল আজ দিল্লি থেকে ঢাকা ফেরার কথা রয়েছে।
Comments