নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেপ্তার

বুধবার বিকেলে ফতুল্লার সাইনবোর্ডে জেলা বিএনপির মিছিল শেষে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূঁইগড় এলাকা থেকে তাকে আটক করা হয়৷
মাহবুবুর রহমান

বিএনপির মিছিল থেকে ফেরার পথে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি) ৷

বুধবার বিকেলে ফতুল্লার সাইনবোর্ডে জেলা বিএনপির মিছিল শেষে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূঁইগড় এলাকা থেকে তাকে আটক করা হয়৷

বিষয়টি নিশ্চিত করে ডিবি পুলিশের পরিদর্শক নজরুল ইসলাম বলেন, মাহবুবুর রহমান ডিবি হেফাজতে আছেন৷ তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা রয়েছে৷ যাচাই-বাছাই শেষে তাকে গ্রেপ্তার দেখানো হবে৷

Comments