আগামী শীতকাল রাজনৈতিকভাবে উত্তপ্ত হবে: লিটন

আগামী শীতকাল রাজনৈতিকভাবে উত্তপ্ত হবে: লিটন
রাজশাহী মেডিকেল কলেজ মিলনায়তনে রাজশাহী সিটি করপোরেশন ও ভারতীয় সহকারী হাইকমিশনের যৌথ উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান | ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, রাজনৈতিক বিবেচনায় আগামী শীতকাল বাংলাদেশের জন্য উত্তপ্ত হবে।

আজ মঙ্গলবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ মিলনায়তনে রাজশাহী সিটি করপোরেশন ও ভারতীয় সহকারী হাইকমিশনের যৌথ উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আংশিক ইংরেজি ভাষায় দেওয়া বক্তব্যে লিটন বলেন, 'আগামী ৩ মাস শীতকাল হলেও দেশের রাজনৈতিক পরিস্থিতি অনেক অস্থিতিশীল ও উত্তপ্ত থাকবে।'

তিনি আরও বলেন, '২০২৪ সালের জানুয়ারিতে আসন্ন সাধারণ নির্বাচনে অংশ নিতে কিছু রাজনৈতিক দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের শর্ত জুড়ে আন্দোলন জোরদার করতে পারে।'

শেখ হাসিনা ক্ষমতায় থাকবেন এবং নির্বাচন করবেন মন্তব্য করে লিটন বলেন, 'জনগণ যদি রায় দেয়, তাহলে তিনি আরেক মেয়াদে সরকার গঠন করবেন।'

সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আওয়ামী লীগ আবারো ক্ষমতায় আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এর আগে লিটন বলেন, তিনি রাজনৈতিক কাজে ঢাকায় ব্যস্ত ছিলেন কিন্তু সন্ধ্যায় অনুষ্ঠানে যোগ দিতে রাজশাহী ফিরেছেন। বিমানবন্দর থেকে সরাসরি অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

'ভারত-বাংলাদেশ বন্ধুত্ব আমার কাছে এতটাই গুরুত্বপূর্ণ যে, আমি এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমার অন্যান্য রাজনৈতিক কাজ ফেলে আসার সিদ্ধান্ত নিয়েছি,' যোগ করেন তিনি।
 
লিটন বলেন, '১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভারত ৬০ হাজার সৈন্য হারিয়েছে এবং কোটি কোটি বাংলাদেশিকে খাদ্য ও আশ্রয় দিয়েছে। এসব কিছু আমাদের ভুলে যাওয়া উচিত নয় এবং এই সম্পর্ক যতদিন সম্ভব চালিয়ে যাওয়া উচিত। কারণ এতে আমরা ২ দেশই উপকৃত হবো।'

রাজশাহী ও কলকাতার মধ্যে সরাসরি রেল যোগাযোগ স্থাপনের নির্বাচনী অঙ্গীকার পূরণে লিটন কাজ শুরু করেছেন বলে জানান।

রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার দু'দেশের সম্পর্ক জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেন।

'জয়সলমির বিট'-এর ভারতীয় শিল্পীরা অনুষ্ঠানে ভারতের রাজস্থানী শাস্ত্রীয়, ফোক ও সুফি গান পরিবেশন করেন।

Comments

The Daily Star  | English

'Election Commission shamelessly favouring a particular party'

Hasnat Abdullah says police obstructed NCP leaders and activists from entering EC building

59m ago