একদফা দাবিতে ঢাকায় বিএনপির গণমিছিল ৯ সেপ্টেম্বর

ঢাকায় বিএনপির গণমিছিল ৯ সেপ্টেম্বর
বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবি আদায়ে আগামী ৯ সেপ্টেম্বর ঢাকায় গণমিছিল কর্মসূচি পালন করবে বিএনপি।

আজ বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

রিজভী বলেন, 'আপনারা জানেন আমাদের একদফার আন্দোলন চলমান। বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণকারী বর্তমান ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ ও বিদ্যমান অবৈধ সরকারের বিলুপ্তি; নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন ও নির্বাচন কমিশন পুনর্গঠন করে তাদের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা; বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি; মিথ্যা ও গায়েবি মামলা প্রত্যাহার; ফরমায়েশি সাজা বাতিল এবং সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থা গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে জনগণের অর্থনৈতিক মুক্তি; ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে রাজপথে যুগপৎ ধারায় বিএনপিসহ সক্রিয় রাজনৈতিক জোট আগামী ৯ সেপ্টেম্বর ঢাকায় গণমিছিল করবে।'

তিনি আরও বলেন, 'এতে নেতৃত্ব দেবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।'

Comments

The Daily Star  | English

BNP's Ishraque Hossain declared Dhaka South mayor in amended gazette

The gazette cancelled the previous announcement made by the EC that had declared Awami League's candidate Sheikh Fazle Noor Taposh as the elected mayor

Now